বরানগর থানা।
অর্ণব দাস: লুকিয়ে স্নানঘরের দৃশ্য ক্যামেরাবন্দি! প্রতিবাদ করাতেই মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। একেবারে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয় বরানগর হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বরানগরের ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারাজা নন্দকুমার রোড এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও। এমনকী ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আক্রান্ত ওই মহিলার অভিযোগ, তাঁদের বাড়ির পাশেই একটি বহুতল তৈরির কাজ চলছে। সেই আবাসনে কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাঁকে এবং পরিবারের সদস্যদের নানাভাবে হেনস্থা করছিল। এমনকী নানাভাবে অশালীন কটূক্তি করত বলেও অভিযোগ।
এখানেই শেষ নয়, দিন কয়েক আগে নির্মীয়মান আবাসনে কর্মরত শ্রমিকেরা লুকিয়ে স্নানঘরের ভিডিও ক্যামেরাবন্দি করে বলেও অভিযোগ। এই বিষয়ে ঠিকাদারকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওই মহিলার।
তবে আজ বৃহস্পতিবার সমস্ত সীমা ছাড়িয়ে যায়। আহত ওই মহিলার অভিযোগ, এদিন সকালে বাড়ির নীচে মুখ ধুতে গেলে অভিযুক্ত এক মিস্ত্রি লুকিয়ে তাঁর ভিডিও করে। তার প্রতিবাদ করতেই কপালে জোটে মার, করা হয় শ্লীলতাহানি।
জানা যায়, ওই মহিলাকে বাড়ি থেকে বের করে নির্মীয়মাণ আবাসনের তিনতলায় জোর করে তুলে নিয়ে যায় তিনজন মিস্ত্রি। অভিযোগ, সেখানে তাঁর শ্লীলতাহানি করা হয়। বাধা দিলে বেধড়ক মারধর করা হয়। কোনও রকমে ওই জায়গা থেকে পালাতে সক্ষম হন । পরে স্থানীয় বরানগর থানায় ঘটনায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় আক্রান্ত মহিলাকে ভর্তি করা হয়েছে বরানগর হাসপাতালে।। গোটা ঘটনায় আতঙ্কিত আক্রান্ত ওই মহিলা এবং তাঁর পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.