Advertisement
Advertisement
Malda

মালদহে ফের শুটআউট, তৃণমূল কর্মী খুনের সাক্ষীকে হত্যার চেষ্টা!

বুকে গুলিবিদ্ধ অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহত ব্যক্তি।

Witness of killed TMC worker attempted to murder at Malda

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 15, 2025 9:40 am
  • Updated:September 15, 2025 10:07 am   

বাবুল হক, মালদহ: ফের শুটআউট মালদহে। এবারের ঘটনাস্থল ইংলিশবাজার থানা এলাকার অমৃতির কানাইপুর। জানা যাচ্ছে, এক ঠিকাদারকে লক্ষ্য করে রবিবার রাতে গুলি করে জনা কয়েক দুষ্কৃতী। বুকে গুলিবিদ্ধ অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিনি। আহত ব্যক্তি তৃণমূল কর্মী খুনের সাক্ষী। তাই তিনি দুষ্কৃতীদের টার্গেট হয়েছেন বলে প্রাথমিক ধারণা পরিবার ও বন্ধুবান্ধবদের। ঘটনার তদন্ত শুরু করেছেন ইংলিশবাজার থানার পুলিশ।

Advertisement
গুলিবিদ্ধ আতিমুল মোমিন। নিজস্ব ছবি।

জানা যাচ্ছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম আতিমুল মোমেন। বয়স ৩৩ বছর। তিনি পেশায় ঠিকাদার। শ্রমিকদের নিয়ে কাজ করেন। আতিমুলের বাড়ি অমৃতির বানিয়া গ্রামে। রবিবার রাতে অমৃতির পেট্রল পাম্পের কাছে কানাইপুর এলাকায় জনা কয়েক দুষ্কৃতী মোটরবাইকে তাঁর উপর চড়াও হয়। খুব কাছ থেকে আতিমুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়। রক্তাক্ত আতিমুলকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

গত ১০ জুলাই ইংলিশবাজারের লক্ষ্মীপুর এলাকায় খুন হন মানিকচকের তৃণমূল কর্মী আবু কালাম আজাদ। এই মুহূর্তে সেই হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলবন্দি লক্ষ্মীপুরের আরেক তৃণমূল নেচা মাইনুল শেখ ও তাঁর ছেলে। আক্রান্ত আতিমুলের পরিবারের দাবি, তাঁর মৃত্যুর ঘটনায় সাক্ষী ছিলেন তিনি। সেই কারণে তাঁকে পৃথিবী থেকে সরানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা এখনও অজ্ঞাত। ঘটনার খবর পেয়ে সেখানে যান ইংলিশবাজার থানার পুলিশ। আক্রান্ত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।পরপর এধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ