Advertisement
Advertisement
West Bengal Weather update

ফের নিম্নচাপের প্রভাবে ভাসবে রাজ্য, কবে থেকে বৃষ্টির বিরাম?

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।

West Bengal Weather update: Rain will continue till mid of this week
Published by: Sucheta Sengupta
  • Posted:July 28, 2025 10:30 am
  • Updated:July 28, 2025 12:23 pm   

নিরুফা খাতুন: চলতি মরশুমে একেবারে দাপুটে ব্যাটিং বর্ষা ঋতুর। বৃষ্টির বিরাম নেই এতটুকুও। টানা অঝোরধারা বর্ষণের পর ক্ষনিক বিরতি দিলেও ফের আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসছে মাটিতে। জল থইথই চিত্র দেখে এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন বঙ্গবাসী। আপাতত সেটাই দেখতে হবে আগামী আরও কয়েকদিন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত এমনটাই সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সেইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখাটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরদিক দিয়ে গিয়েছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা বিকানির, কোটা ও উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ এলাকার উপর দিয়ে ডালটনগঞ্জ এবং দিঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।এর প্রভাবেই আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায়। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ।

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকাতেও। ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু, এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

কলকাতায় আগামী তিনদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে চরমে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দিনভর কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩.৬ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ