Advertisement
Advertisement
West Bengal Weather Update

পুজোর বাংলায় নিম্নচাপের ভ্রুকুটি! মেঘে ঢাকা শহর, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: Rain Today, Depression Likely During Puja
Published by: Subhankar Patra
  • Posted:September 19, 2025 11:55 am
  • Updated:September 19, 2025 1:31 pm  

নিরুফা খাতুন: পুজোর বাংলায় নিম্নচাপের ভ্রুকুটি! ২৫ তারিখের পর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের। পুজোর কদিন বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ বাংলা? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ‌ তৈরির সম্ভাবনা বেশি। সাগরের এই ‘পকেটে’ নিম্নচাপ দানা বাঁধলে বাংলায় প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বৃষ্টি হবে বলে অনুমান আবহবিদদের একাংশের।

Advertisement

এদিকে আজ, শুক্রবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কমবে। মহালয়ার দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি।

দেশে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা থেকে বর্ষা বিদায় নিচ্ছে। বঙ্গে বর্ষার বিদায় পর্ব শুরু হয় অক্টোবরের প্রথম সপ্তাহের পর। এবার দুর্গাপুজো তার আগেই শুরু হয়ে শেষও হয়ে যাবে। তাই বৃষ্টির সম্ভাবনা থাকছেই। কিন্তু নিম্নচাপ যদি বাংলার উপর ঘনীভূত হয় তাহলে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

তবে মহালয়ার দিনের জন্য রয়েছে স্বস্তির খবর। রবিবার শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেল নাগাদ স্থানীয়ভাবে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement