Advertisement
Advertisement
West Bengal Weather Update

জলীয় বাষ্পের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা! মাটি হবে পুজোর কেনাকাটা? 

উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

West Bengal Weather Update: Rain likely due to water vapor
Published by: Subhankar Patra
  • Posted:September 14, 2025 10:53 am
  • Updated:September 14, 2025 12:52 pm   

নিরুফা খাতুন: জমে উঠেছে পুজোর বাজার। দেবীর বোধনের আগে আজকে নিয়ে শেষ দু’টি রবিবার পাচ্ছে বাঙালি। তবে বৃষ্টি কি বাজার মাটি করবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার উপকূল ও পূর্বের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। তবে ভারী বৃষ্টি নয়, বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্রিশগড়ের দিকে যাবে। বাংলায় যার সরাসরি প্রভাব পড়বে না। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছেই। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পূর্বের ৯ জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

আজ, দিনভর কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। রবিবার থেকে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হবে কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ