Advertisement
Advertisement
Mamata Banerjee at Mirik

দুর্যোগ বিধ্বস্ত মিরিকে মমতা, ধসে ক্ষতিগ্রস্ত বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নিলেন ‘দিদি’

রবিবারেই ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

west bengal cm mamata banerjee at mirik north bengal

মিরিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by: Kousik Sinha
  • Posted:October 14, 2025 2:42 pm
  • Updated:October 14, 2025 4:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা কখনও পায়ে হেঁটে আবার কখনও গাড়িতে খতিয়ে দেখেছেন। কথা বলছেন মানুষের সঙ্গে, তুলে দিচ্ছেন ত্রাণ। সেই মতো আজ মঙ্গলবার দুপুরে মিরিকে পৌঁছে যান প্রশাসনিক প্রধান। ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন তিনি। একেবারে দিদির মতো তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। যদিও মুখ্যমন্ত্রীর মিরিক না যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। 

Advertisement

প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। যদিও বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছেন সেখানকার সাধারণ মানুষ। এই বিপর্যয়ে মিরিকে সবথেকে বেশি ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় রাস্তা, বহু জায়গায় নামে ধস। ভেঙে গিয়েছে বহু বাড়ি ঘর। এমনকী একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরও মিলেছে। সেখানকার মানুষের পাশে থাকতে মঙ্গলবার সকালেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি স্বজনহারাদের পাশে থাকার বার্তাও দেন প্রশাসনিক প্রধান।

Mamata Banerjee at Mirik

এছাড়াও মিরিকের রাস্তায় হেঁটে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। পরে সেখানের একটি ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির পাশাপাশি পড়ুয়াদের হাতে খাতা পেন্সিল, ছোটদের হাতে টেডি বিয়ার তুলে দেন তিনি।

উল্লেখ্য, রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিনভর তিনি নাগরাকাটার একাধিক বিপর্যস্ত সেতু, রাস্তা, নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলার পাশাপাশি মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য ও সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ