Advertisement
Advertisement

Breaking News

Weather Update

লাফিয়ে বাড়বে পারদ! স্রেফ দার্জিলিংকে ছুঁয়ে থাকবে শীত, কী বলছে হাওয়া অফিস?

দার্জিলিংয়ে শিলাবৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

Weather Update: temparature may rise by 4 to 5 degree in next few days as winter is fading out
Published by: Sucheta Sengupta
  • Posted:January 28, 2025 9:55 am
  • Updated:January 28, 2025 9:58 am  

নিরুফা খাতুন: আচমকাই বিদায়ের পথে শীত। বুধবার থেকেই নাকি ধাপে ধাপে পারদের উত্থান হবে চার থেকে পাঁচ ডিগ্রি! অর্থাৎ সপ্তাহান্তে বা ফেব্রুয়ারির শুরুতেই ২০ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়ে ফেলবে বঙ্গের তাপমাত্রা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে এখনও শীত ছুঁয়ে থাকবে দার্জিলিংকে। সেখানে শিলাবৃষ্টি এমনকী তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট।

হাওয়া অফিস সূত্রে খবর, এ রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি। তার পিছনে ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার গতিপথ রয়েছে রাজ্যের দিকে। এছাড়া উত্তর পশ্চিম ভারতে জেড স্ট্রিম উইন্ড সক্রিয়। পূর্ব বাংলাদেশেও একটি ঘূর্ণাবর্তের অবস্থান। আর এসবের সম্মিলিত প্রভাবে শীত কার্যত উধাও হতে চলেছে। বুধবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। ধাপে ধাপে তা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আবহাওয়া দপ্তরের অনুমান, জানুয়ারির শেষ বা পয়লা ফেব্রুয়ারিতেই ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে কলকাতার পারদ।

উত্তরবঙ্গের আবহাওয়ায় অবশ্য এখনই এতটা বদলের সম্ভাবনা। শীত এখনও ছুঁয়ে থাকবে পার্বত্য অঞ্চলতে। দার্জিলিংয়ে শিলাবৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা। শিলাবৃষ্টি হতে পারে উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা।

আগামিকাল, বুধবার ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার দাপট। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ঘন কুয়াশার সতর্কতা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮৫ শতাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement