Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

উধাও স্বস্তি! চড়ছে তাপমাত্রার পারদ, ষষ্ঠীতে হাঁসফাঁস জামাইদের

উত্তর চলবে ভারী বৃষ্টি।

WB Weather Update: Temperature will increase this week

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 1, 2025 10:22 am
  • Updated:June 1, 2025 10:24 am  

নিরুফা খাতুন: জামাইষষ্ঠীর সঙ্গে আবহাওয়ার সাপে-নেউলে সম্পর্ক! বৃষ্টি তো দূরে থাক, তাপমাত্রাও নামে না সামান্য! উলটে এই দিনটায় চরম গরমে হাঁসফাঁস করেন জামাইরা। কবজি ডুবিয়ে খেয়ে শান্তি পান না এই গরমের চোটে। এবার সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবেই নামত তাপমাত্রার পারদ! কিন্তু সেই পূর্বাভাসকে মিথ্যে করে কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে উষ্ণতা। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে। তবে উত্তর চলবে ভারী বৃষ্টি।

দশদিন আগেই বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে। ২৯ মে পর্যন্ত এগিয়ে আপাতত থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর উত্তরাংশ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিনাংশ ২৬ মে থেকে একই জায়গায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে। কিন্ত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। গরম ও শুষ্ক আবহাওয়া সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। উত্তরের জেলাতেও তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতা আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। ভ্যাপসা গরমে অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু’-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement