সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন নিয়ে একেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলছে। তারই মধ্য়ে বুধবার রাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল রাজ্যের হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram)। সেখানে তৃণমূলের দলীয় কার্যালয় বন্ধ করা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। ঘটনার খবর পেয়েই নন্দীগ্রাম ছুটেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, একটা সমস্যা হয়েছে পার্টি অফিস নিয়ে। তিনি দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে সমাধানের চেষ্টা করছেন।
জানা যাচ্ছে, এদিন রাতে নন্দীগ্রাম ১ নং ব্লকের একটি তৃণমূল পার্টি অফিসে তালা খোলা নিয়ে সমস্যার সূত্রপাত। তালা দেওয়া কার্যালয়টি খুলতে চেয়ে তৃণমূলের আরেকটিদল বিক্ষোভ দেখায়। কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ থেকে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, পার্টি অফিসের তালা ভেঙে ফেলা হয়।
এদিকে, ঘটনার খবর পেয়েই নন্দীগ্রামে তড়িঘড়ি ছুটে যান কুণাল ঘোষ। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে নন্দীগ্রামের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার দিনভর তিনি জেলাতেই ছিলেন। ফলে সেখানে পৌঁছতে তাঁর খুব বেশি সময় লাগেনি। যাওয়ার পথেই তিনি সংবাদমাধ্যমে তিনি জানান, ”আমি শুনেছি পার্টি অফিস নিয়ে একটা ঝামেলা হচ্ছে নন্দীগ্রামে। আমি যাচ্ছি ওখানে। পৌঁছেই ব্যাপারটা দেখব কী হয়েছে। তৃণমূল অনেক বড় দল। সকলেই প্রার্থী হতে চায়। কিন্তু তা তো সম্ভব নয়। আমি বলেছি ইতিমধ্যে যে পার্টি অফিস আটকে রেখে কোনও লাভ নেই। তা সত্ত্বেও কিছু সমস্যা থাকবেই। আমি আশা করি, কথা বলে তা দ্রুত সমাধান করা যাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.