নন্দন দত্ত, বগটুই: টোটো তৃণমূলের। কিন্তু ভোট তুমি দাও যেখানে খুশি। এমন খুশির টোটো চেপে সারাদিন ভোট দিতে এল বগটুই গ্রামের মানুষ। টোটোতে নাজেমুল হকের সমর্থনে পোস্টার। তাতে দু’দিকে লাগানো তৃণমূলের পতাকা পতপত করে উড়ছে। রাস্তার ধারে হাত দেখালেই টোটো দাঁড়িয়ে যাচ্ছে। বিনা ভাড়ায় পশ্চিম পাড়ার বুথ পর্যন্ত পৌঁছে দেওয়া তাদের কাজ। এটা যে বিধিভঙ্গ, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
বগটুইয়ের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী নাজেমুল জানান, “আমার টোটো বলে ওসব কিছু নেই। ওটা ভোটের টোটো। যিনি চান তিনি যাবেন, আসবেন। যাঁরা আসছেন সবাই কী তৃণমূলে ভোট(WB Panchayat Election 2023) দিচ্ছে। কেউ উৎসাহী হয়ে আমার পোস্টার লাগিয়ে দিয়েছে।”
টোটো চালকদের দাবি, ভোটের দিনে সারাদিন ভোটারদের টোটো চড়ানোর চুক্তি হয়েছে আমাদের সঙ্গে। তাই যে চাইছে তাদের ভোটকেন্দ্র পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি, আসছি। এই একটা দিনে গাড়ি চলে না। কেউ বাইরে যান না। তাই পার্টির সঙ্গে চুক্তিতে গাড়ি দিয়ে লাভ হয়েছে ভালই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.