Advertisement
Advertisement
Raghunathpur municipality

পুরপ্রধানের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ! রঘুনাথপুরের পুরবোর্ড ভেঙে প্রশাসক বসাল রাজ্য

অভিযোগ মানতে নারাজ পুরপ্রধান।

WB Govt places Administrator in Raghunathpur municipality
Published by: Paramita Paul
  • Posted:May 19, 2025 11:17 pm
  • Updated:May 19, 2025 11:17 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুরপ্রধানের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। এরপরই রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগ পুরুলিয়ার রঘুনাথপুর বোর্ড ভেঙে দিয়ে পুরপ্রশাসক বসাল। সোমবার পশ্চিমবঙ্গ পুর আইনের একটি নির্দিষ্ট ধারায় ওই বোর্ড ভেঙে রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজকে প্রশাসক করেছে। এই মর্মে পুরসভায় আদেশনামা পাঠিয়েছে রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগ।

Advertisement

রঘুনাথপুর পুরপ্রধান তরণী বাউরির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন শাসক দলের ছয় ও কংগ্রেসের এক কাউন্সিলর। তারপর নানা টানাপোড়েন চলছিল। এই পুরসভার ১৩টি ওয়ার্ডের মধ্যে গত পুর নির্বাচনের ফলাফলে তৃণমূলের দখলে ছিল ১০টি আসন। কংগ্রেসের দখলে দুটি ও বিজেপির একটি। সরকারি প্রকল্পের কাজে পুরপ্রধান বেনিয়ম করছেন এই অভিযোগ তুলে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। পুরপ্রধান তরণী বাউরি জানান, “প্রশাসক বসানোর চিঠি এসেছে পুরসভায়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যে অভিযোগ তুলে অনাস্থা আনা হয়েছিল।”

অনাস্থা নিয়ে আসা শাসক দলের কাউন্সিলর মৃত্যুঞ্জয় পরামানিক ও প্রণব দেওঘরিয়া বলেন, “পুরপ্রধান প্রত্যেকটি সরকারি প্রকল্পের কাজে বেনিয়ম করছেন। আলোচনা না করে নিজের খেয়াল খুশিমতো কাজ করছেন। সেই কারণেই আমরা অনাস্থা এনেছিলাম।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement