Advertisement
Advertisement
Hindustan Motors

আরও বাড়ছে শিল্প সম্ভাবনা, হিন্দুস্তান মোটর্সের দখল নেওয়া জমিতে বোর্ড লাগাল রাজ্য

হিন্দুস্তান মোটর কারখানার জমির ৪০ একর টিটাগড় ওয়াগনসকে লিজ দিয়েছিল রাজ্য।

WB govt installed board on land undertaken from Hindustan motors
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2025 7:48 pm
  • Updated:July 24, 2025 7:48 pm   

সুমন করাতি, হুগলি: বন্ধ হিন্দুস্তান মোটর কারখানার ৪০ একর জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার। এবার অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক-সহ জেলা প্রশাসনিক কর্তাব্যক্তিদের উপস্থিতিতে রাজ্য সরকারের তরফে অধিগ্রহণের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হল। ২০১৪ সালে বন্ধ হয়েছিল হিন্দুস্তান মোটর। ইতিমধ্যেই কারখানার সমস্ত যন্ত্রপাতি এবং শেড বিক্রি হয়ে গিয়েছে। রাজ্য সরকারের অধিগ্রহণের পরবর্তী সময়ে ইতিমধ্যে ৪০ একর জমি টিটাগড় ওয়াগন কারখানাকে দিয়েছে। যেখানে আগামী দিন তৈরি হবে মেট্রো রেলের কোচ ও ইএমইউ এসি কোচ। অধিগৃহীত জমিতেও নতুন করে শিল্পের সম্ভাবনা রয়েছে।

Advertisement

এশিয়ার প্রথম মোটর গাড়ি কারখানা হিন্দুস্থান মোটর। যেখান থেকে অ্যাম্বাসাডর গাড়ি তৈরি হত। যে গাড়ি নেতা-মন্ত্রী থেকে আমলা সকলের পছন্দের। কালের নিয়মে সেই গাড়ির চাহিদা কমতে থাকে। তার জায়গা নেয় নানা মডলের আধুনিক সব গাড়ি। ধুঁকতে ধুঁকতে রুগ্ন হয়ে এক সময় ঝাঁপ বন্ধ হয়ে যায় হিন্দুস্থান মোটরের। সেই কারখানার জমি রাজ্য ফিরিয়ে নিয়ে শিল্পের জন্য লিজ দিয়েছে টিটাগড় ওয়াগন কারখানাকে।

গত ১৬ জুলাই, সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের সিদ্ধান্তে উত্তরপাড়া-হিন্দমোটরে দীর্ঘদিন অব্যবহৃত হিন্দুস্তান মোটরসের ৩৯৫ একর জমি ফেরত পেতে রাজ্য সরকারের আর কোনও বাধা থাকল না। কলকাতা হাই কোর্টের রায়ের পর এই জমির ৪০ একর টিটাগড় ওয়াগনসকে লিজ দিয়েছিল রাজ্য। যে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে এসেছিল হিন্দুস্তান মোটরস। আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ