ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মরশুমে বিজেপির (BJP) বুথ সভাপতিকে মারধর ও মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে মেচেদা। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব বিজেপি।
ভোটের (West Bengal Assembly Elections) আবহে তৃণমূল বিজেপি সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য। কোথাও তৃণমূলের নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আবার কোথাও আক্রান্ত হয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। বুধবার গভীর রাতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর মেচেদা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বিজেপির বুথ সভাপতি শ্যামসুন্দর দাসকে। মারধরের পাশাপাশি তাঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি।
এবিষয়ে পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা অখিল গিরি বলেন, “আমি এখনও এরকম কিছু জানি না। ঘটনার তদন্ত হবে। যদি তৃণমূল এহেন কোনও ঘটনার সঙ্গে যুক্ত থেকে থাকেন শাস্তি পাবেন।” অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছন বিজেপি নেতারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.