Advertisement
Advertisement

বাঘ হেঁটেছিল মাদ্রাসায়, এবার বসিরহাট স্টেশনে ছুটল বুলেট ট্রেন! ভাইরাল ভিডিও’র সত্যতা জানেন?

এসি লোকাল ট্রেনের পর এবার বসিরহাট স্টেশনে 'ছুটছে' বুলেট ট্রেন! ৮ মিনিটের ভাইরাল ভিডিও'র সত্যতা জেনে নিন।

viral video of bullet train going through basirhat station, know the fact
Published by: Monishankar Choudhury
  • Posted:August 12, 2025 3:32 pm
  • Updated:August 12, 2025 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   সম্প্রতি শিয়ালদহ-রানাঘাট লাইনে উদ্বোধন হয়েছে এসি লোকালের! ইতিমধ্যেই যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে। এবার বাংলায় ‘ছুটল’ বুলেট ট্রেন। তাও আবার কিনা বসিরহাট মহকুমার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের বসিরহাট স্টেশনে। অবাক হচ্ছেন তো? ভাবছেন তো শিয়ালদহ-হাসনাবাদ লাইনে কবে আবার বুলেট ট্রেনের উদ্বোধন হল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই রীতিমত অবাক হচ্ছেন। শিয়ালদহ-হাসনাবাদ লাইন অন্যতম একটি ব্যস্ততম লাইন। প্রত্যেকদিন কয়েক হাজার যাত্রী যাত্রা করেন। সেখানে নাকি ছুটছে বুলেট ট্রেন!

Advertisement

আর এই ভাইরাল হওয়া ভিডিও ঘিরেই যাবতীয় সন্দেহের সূত্রপাত। অনেকের মধ্যেই তৈরি হয়েছে সন্দেহ। যাত্রীদের কথায়, যেখানে এখনও এসি ট্রেনের দেখা নেই। সেখানে বুলেট ট্রেন মানে স্বপ্ন। তাহলে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে কী? জানা জাচ্ছে, ভাইরাল ভিডিওটির সৌজন্যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুলেট ট্রেনটিকে সম্পূর্ণ এআই’য়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। ভাইরাল হওয়া মাত্র ৮ সেকেন্ডের ভিডিওত দেখা যাচ্ছে বসিরহাট স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে আপ বুলেট ট্রেন ধেয়ে আসছে। শুধু তাই নয়, যাত্রীরা এগিয়ে যাচ্ছে সেই বুলেট ট্রেন ধরার জন্য।

জানা গিয়েছে, শুধু ভিডিও নয়, একের পর এক ছবিও ভাইরাল হচ্ছে। আর তাতে চরম ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। অবিলম্বে এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানোর দাবি তুলছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় যারা এমন গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাতে রেল পুলিশ নেয় সেই দাবিও তুলছেন যাত্রীরা। এক যাত্রী বলেন, এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল প্লাটফর্মে ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ওই যাত্রীর কথায়, এখনই পদক্ষেপ নিলে আগামীদিনে এই ধরনের আতঙ্ক ছড়াবে না। তা না হলে বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে আমাদের।

এইআই’তে তৈরি ভাইরাল ভিডিও প্রসঙ্গে আরও এক যাত্রী জানান, আমরা রেলের সময়সূচি দেখে স্টেশনে আসি তার মধ্যে যদি এইসব গুজব ছড়ায়, তাহলে আমাদের এবং আমাদের নতুন প্রজন্মের কাছে খারাপ বার্তা যাচ্ছে। আমরা দেখে হতবাক। এর আগে দেখেছি কীভাবে স্কুলে বাঘ ঘোরাঘুরি করছে। আবার কখনও দেখেছি মালঞ্চের ব্রিজ ভেঙে পড়ছে। ওই রেল যাত্রীর কথায়, এই বিষয়ে এখনই আইনি পদক্ষেপ না নিলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে। আমরা চাই রেল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিক। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনা দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েত এলাকার একটি মাদ্রাসায় তিন-তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, একেবারে মাদ্রাসায় প্রকাশ্যে বাঘগুলি ঘোরাফেরা করতে দেখা যায়। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয় পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। পড়ে জানা যায়, পড়ুয়াদের মধ্যে সচেতনার বার্তা দিতে মাদ্রাসার এক শিক্ষক এআইকে কাজে লাগিয়ে ওই বাঘের ভিডিও তৈরি করেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement