অর্ণব দাস, বারাকপুর: দুর্গাপুজোর আগেই চাঁদার জুলুম হিন্দুত্ববাদী বিজেপির নেতার! মাঝরাস্তায় চাঁদা চেয়ে লরিচালককে হুমকির অভিযোগ উঠল শমীক ভট্টাচার্য ঘনিষ্ঠ কামারহাটির বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ কানে পৌঁছতেই স্থানীয় গেরুয়া শিবিরের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তৃণমূল পরিচালিত পুরসভার দাবি, এলাকায় তোলাবাজির মতো অপরাধ কোওভাবেই বরদাস্ত নয়।
সোমবার রাতে বেলঘরিয়ার টেক্সমেকো জলে ট্যাঙ্কের কাছে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, লরিচালকের থেকে দুর্গাপুজোর চাঁদা চাইছেন ধর্মেন্দ্র রায় নামে ওই বিজেপি নেতা। শুধু চাওয়াই নয়, রীতিমতো জোরজবরদস্তি চলছে, দেওয়া হচ্ছে হুমকিও। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল‘। অভিযুক্ত নেতা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত। শমীকের সঙ্গে বিভিন্ন জায়গায় তাঁর ছবিও ভেসে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। সেই প্রভাব খাটিয়েই তোলাবাজি, হুমকির মতো অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।
২০২২ সালের পৌরসভা নির্বাচনে কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিযুক্ত ধর্মেন্দ্র রায়। আর এখন তাঁর বিরুদ্ধে চাঁদার নামে লরিচালককে হুমকির ভিডিও ভাইরাল। তা দেখে কড়া অবস্থান স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিজেপি নেতার এই ধরনের কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস, সাফ জানিয়েছেন তৃণমূল পরিচালিত কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা। পালটা বিজেপির তরফে উত্তর শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়েরও বক্তব্য, দল তোলাবাজি বরদাস্ত করে না। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.