Advertisement
Advertisement
TMC

মহিলার সঙ্গে তৃণমূল নেতার নগ্ন ভিডিও ভাইরাল! জানামাত্রই অপসারণের সিদ্ধান্ত দলের

অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

video of a TMC leader goes viral in social media, TMC take step

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 12, 2025 6:16 pm
  • Updated:October 12, 2025 6:16 pm   

সুবীর দাস, কল্যাণী: সোশাল মিডিয়ায় ভাইরাল এক মহিলার সঙ্গে চাকদহের তৃণমূল নেতার নগ্ন ভিডিও। যা নিয়ে তুমুল শোরগোল এলাকায়। তৃণমূল সূত্রে খবর, ওই ভিডিওটি নিজের তা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। তারপরই পদ থেকে সরানো হয় অভিযুক্তকে।

Advertisement

অভিযুক্ত নারায়ণ মণ্ডল।

জানা গিয়েছে, নদিয়ার চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নারায়ণ মণ্ডল। দিন কয়েক আগেই এক মহিলার সঙ্গে তাঁর একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। যা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওর সত্যতা স্বীকার করেছেন চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার। তিনি জানিয়েছেন, ফেসবুকে এই ভিডিও দেখার পরই তিনি নারায়ণ মণ্ডলকে ফোন করে বিষয়টি জিজ্ঞেস করেন। নারায়ণ নাকি সবটা স্বীকার করে নিয়েছেন। এরপরই জেলা ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির পদ থেকে নারায়ণ মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে।

এলাকারই বাসিন্দা চিকিৎসক দিবাকর চক্রবর্তীর দাবি, নারায়ণ জমি মাফিয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। ভূমিদপ্তরের কিছু আধিকারিকদের সঙ্গেও ওই তৃণমূল নেতার ঘনিষ্ঠতা রয়েছে। অভিযোগ, মহিলাদের নানান প্রলোভন দেখিয়ে ভূমিদপ্তরের আধিকারিকদের সঙ্গে সহবাস করাতে বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন তিনি। পরে তাদের ব্ল্যাকমেইল করে মোটা অংকের অর্থ উপার্জন করেন। এই টাকার ভাগ অনেকেই পান বলে দাবি চিকিৎসকরে। তাঁর আরও দাবি, এবার নিজের জালেই ফেঁসে গিয়েছেন ওই চিকিৎসক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ