Advertisement
Advertisement
Burdwan

‘ওকে ফিরিয়ে দাও’, ছেলের মৃত্যুর ঘণ্টাপাঁচেকের মধ্যে সন্তানশোকে প্রাণ হারালেন মা

শ্বাসকষ্টে মৃত্যু হয় বৃদ্ধার ছেলের।

Unable to bear son’s death, old woman dies in Burdwan । Sangbad Pratidin

শ্বাসকষ্টে মৃত্যু হয় বৃদ্ধার ছেলের।

Published by: Sayani Sen
  • Posted:December 24, 2023 6:48 pm
  • Updated:December 24, 2023 6:49 pm   

অভিষেক চৌধুরী, কাটোয়া: শারীরিক অসুস্থতায় ছেলের মৃত্যু। মাত্র পাঁচঘণ্টার মধ্যে পুত্রশোকে মৃত্যু মায়ের। মর্মান্তিক ঘটনায় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের গোলারহাট এলাকায় শোকের ছায়া।

Advertisement

ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা সত্তরোর্ধ্ব সন্ধ্যারানি দত্ত এবং তাঁর ছেলে তাপস দত্ত। পরিবার সূত্রে খবর, বছর পঞ্চান্ন তাপস প্রথমে যক্ষ্মা রোগে আক্রান্ত হন। সুস্থও হয়ে যান। তবে তার পর থেকেই ভুগতে থাকেন হাঁপানিতে। মাঝে খুব শীত পড়ায় অসুস্থ হয়ে পড়েন তাপস। শনিবার তাঁর মৃত্যু হয়।

[আরও পড়ুন: ‘তোমার বোনকে আগুনে পুড়িয়ে দিয়েছি’, ভাইয়ের বিধবা স্ত্রীকে খুন করে ফোন ভাশুরের!]

এদিকে, প্রথমে সন্তানের মৃত্যুর খবর জানতে পারেননি তাঁর মা সন্ধ্যারানি। পরে যদিও তিনি জানতে পারেন। কান্নাকাটি করতে শুরু করেন। ওইদিনই বিকাল পৌনে পাঁচটা নাগাদ মৃত্যু হয় মৃতের মায়ের। মৃতের ভাই সঞ্জিত দত্ত জানান, “দাদা দুবছর ধরে টিবি রোগে ভুগছিল। তার পর ভালো হয়ে যায়। হাঁপানিতে ভুগছিলেন দাদা। ঠান্ডায় শ্বাসকষ্ট শুরু হয়। দাদার মৃত্যু হয়। মা অসুস্থ ছিলেন বলে সেকথা তাঁকে জানানো হয়নি। তবে জানতে পারার পর ওইদিন বিকালের দিকে মায়েরও মৃত্যু হয়। মা দাদাকে খুব ভালোবাসতেন। ছেলের মৃত্যুশোক সামলাতে না পারায় মায়ের মৃত্যু হয়।”

[আরও পড়ুন: হাওড়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, যাত্রীকে বাঁচাল RPF, প্রকাশ্যে ভিডিও]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ