Advertisement
Advertisement
GardenReach

গঙ্গাস্নানে যাওয়াই কাল! মহেশতলায় তলিয়ে মৃত্যু ২ বন্ধুর

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Two youth of Garden reach drown to death
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 5, 2025 7:07 pm
  • Updated:June 5, 2025 7:11 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গঙ্গা স্নানে যাওয়াই কাল। তলিয়ে মৃত্যু হল গার্ডেনরিচের বাসিন্দা দুই যুবকের। কয়েকঘণ্টার চেষ্টায় তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, মৃতদের নাম গোলাম রসুল ও মহম্মদ ইরফান। দু’জনই গার্ডেনরিচের বাসিন্দা। সূত্রের খবর, বৃহস্পতিবার গোলাম, ইরফান ও নন্দলাল নামে তিন যুবক মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় যান। তিনবন্ধু একসঙ্গে তারা মা ঘাঠে গঙ্গাস্নান করতে নামেন। কিন্তু তাঁরা কেউই সাঁতার জানতেন না। ফলে বিপদ বুঝে নন্দলাল উঠে পড়েন। কিন্তু বাকি দুজন উঠতে পারেননি। তলিয়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে। নামানো হয় ডুবুরি।

সারাসকাল চলে তল্লাশি। এরপর বিকেলে দুর্ঘটনাস্থল থেকে খানিকটা দূরে মিলেছে দুই যুবকের দেহ। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে। ঠিক কী ঘটেছিল, তা জানতে নন্দলালকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। দুর্ঘটনা নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ