রাজা দাস, বালুরঘাট: কাগজের প্রতিমা বিসর্জনের পর নদীতে স্নানে নেমেছিল এক নাবালক ও তিন নাবালিকা। কী ভয়ংকর বিপদ অপেক্ষা করছে, ভাবতেও পারেনি কেউ। ডুব দিতেই নদীতে তলিয়ে মৃত্যু হল ২ জনের। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত ধাদোল পাড়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, তিনজনই গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। একজন নাবালক। এরা প্রতিদিনই বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীতে নেমে স্নান করত। তবে এদিন তারা খেলার ছলে কাগজের কালী প্রতিমা বানিয়েছিল। সেটিকে পুজো দিয়ে বিসর্জন দিতে নদীতে নামে চারজনই। ভেবেছিল একবারে স্নান সেরে বাড়ি ফিরবে। কিন্তু ঘটনাচক্রে চারজনই তলিয়ে যায়। তাদের চিৎকার শুনতে স্থানীয়রা নদীতে নামে। এক নাবালক ও এক নাবালিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেন তারা। তবে দীর্ঘক্ষণ ধরে হদিশ মিলছিল না বাকি দুজনের।
এরপর খবর দেওয়া হয় থানায়। নদীবক্ষে নামানো হয় ডুবুরি। স্থানীয় বাসিন্দা ও ডুবুরিদের সহায়তায় দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের বরাহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহদুটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয়দের কথায়, ওই চারজন প্রতিদিনই স্নানে যেত নদীতে। ভালো মতো সাঁতারও জানত, তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা? তা নিয়েই ধোঁয়াশা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.