প্রতীকী ছবি
অর্ণব আইচ: সাইবার অপরাধীদের নয়া জালিয়াতি! হলদিয়া ওয়াটার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের ছবি ব্যবহার করে প্রায় দু’কোটি টাকা আরটিজিএস করার নির্দেশ। টাকা পাঠিয়ে দেওয়ার পরেই চিফ অপারেটিং অফিসার বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপরেই গত ২৫ জুন সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। সেই ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি খোয়া যাওয়া ১ কোটি ৯৮ লক্ষ টাকার মধ্যে ১ কোটি ৩১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেঙ্গালুরুর ডোমলুরের একটি ব্য়াঙ্কে এই বিপুল পরিমাণ টাকার লেনদেন করা হয়েছে। এরপরই হলদিয়া ওয়াটার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার নিখিলকুমার মাহাতোকে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানাতে বলা হয়। পাশাপাশি তদন্তকারীরা জানতে পারেন, হোয়াটসঅ্যাপে ম্যানেজিং ডিরেক্টরের ছবি ব্যবহার করে ওই টাকা পাঠাতে বলা হয়েছিল। তাছাড়া এমনভাবে ম্যাসেজ করা হয়েছিল যে বোঝাই যায়নি প্রতারকরা এই ম্যাসেজ করছেন।
এই ঘটনার তদন্তে নেমে মালদহের বামনগোলা থেকে মন্টু দাস ও পাপাই দাস নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা সাইবার জালিয়াতিদের সিম কার্ড সরবরাহ করত। সেই সিম থেকেই প্রতারকরা নিখিল কুমারকে এসএমএস করেছিল। পুলিশ আধিকারিকরা মনে করছেন এই ঘটনায় কোনও আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.