Advertisement
Advertisement
Dhulagarh

গাড়ি রাখা নিয়ে বচসা! ধুলাগড়ে ট্রান্সপোর্ট অফিসের বাইরেই ‘খুন’ ট্রাকচালক

অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Truck driver killed in Dhulagarh

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 18, 2025 1:48 pm
  • Updated:June 18, 2025 1:48 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: দুই ট্রাকচালকের মধ্যে বচসা। তার জেরে একজনের হাতে ‘খুন’ হলেন অপরজন! ট্রান্সপোর্ট অফিসের বারান্দাতেই একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের ধুলাগড়ে। জানা গিয়েছে, মৃতের নাম রাবুল রাঘবন (৩০)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, দুই ট্রাকচালকের বাড়িই তামিলনাড়ুতে। বাংলায় থেকে তাঁরা ট্রাক চালান। বেশ কয়েক দিন ধরেই দু’জনের মধ্যে ধুলাগড় ট্রাক টার্মিনাসে গাড়ি রাখা নিয়ে বিবাদ চলছিল বলে খবর। গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর দু’জনেই ওই এলাকার ট্রান্সপোর্ট অফিসে গিয়েছিলেন বলে খবর। সেখানেই দু’জনের মধ্যে ফের বচসা হয় বলে অভিযোগ। এরপরই রাবুল রাঘবনকে সেই বারান্দাতে অপর ট্রাকচালক ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকেন ওই যুবক।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। সাঁকরাইল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিভিন্ন জায়গায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ট্রান্সপোর্ট অফিসের বারান্দা এলাকার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। সেই ফুটেজ দেখে বিভিন্ন জায়গায় অভিযুক্তের ছবি ছড়িয়ে দেওয়া হছে বলে খবর। হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ সুরেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পলাতকের খোঁজে বিভিন্ন জায়গায় খোজখবর করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ