ফাইল চিত্র।
অরিজিৎ গুপ্ত, হাওড়া: জ্বালানি তেলের সঙ্কট দেখা দিতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পেট্রল পাম্পগুলিতে! সেই আশঙ্কা এখন প্রবল হচ্ছে। কিন্তু কারণ কি? আজ, শনিবার সকাল থেকে হাওড়ার মৌরিগ্রামে ট্যাঙ্কার চালক ও খালাসিদের কর্মবিরতি চলছে। সেজন্য মৌরিগ্রামের তেলের ডিপোর থেকে কোনও ট্যাঙ্কার বেরোয়নি। কর্মবিরতি চলতে থাকলে আগামী কাল রবিবার থেকেই বিভিন্ন জেলায় পেট্রল পাম্পগুলিতে তেলের সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
কিন্তু কেন ট্যাঙ্কার চালক ও খালাসিদের কর্মবিরতি চলছে? জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের মেরামতি চলছে। সেজন্য দুপুর ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত ওইসব রাস্তায় তেলের ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে বলে প্রশাসন সূত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে। কিন্তু মাত্র চার ঘণ্টায় তেল নিয়ে বিপুল সংখ্যায় তেল নিয়ে ট্যাঙ্কার যাতায়াতে সমস্যা হচ্ছে। এই অল্প সময়ে যাতায়াতে ছাড়পত্রের জন্য ট্যাঙ্কার গন্তব্যে পৌঁছতেই পারছে না বলে অভিযোগ। ফলে প্রচুর ক্ষতি হচ্ছে ট্যাঙ্কার চালক ও মালিকদের।
ওই পুলিশি নির্দেশিকার বিরুদ্ধে হাওড়ার মৌরিগ্রামে তেলের ডিপোয় কর্মবিরতি শুরু হয়েছে। সময়সীমা বাড়ানোর দাবিতে বা আগের মতোই রাখার দাবিতে আন্দোলনে নামলেন ট্যাঙ্কার মালিকরা। মৌরিগ্রাম ডিপো থেকে প্রায় ৫৫০টি ট্যাঙ্কার দৈনিক তেল নিয়ে যাতায়াত করে। আন্দোলনকারীদের দাবি, আগে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিল। সেই জায়গায় এখন মাত্র চার ঘন্টার জন্য ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এত কম সময়ে কীভাবে তেল নিয়ে চলাচল হবে? সেই প্রশ্ন চালকরা তুলেছেন। আরও অভিযোগ, রাস্তায় পুলিশ যখন তখন ধরে তাদের কেস দিয়ে মোটা টাকা ফাইন করছে। নানাভাবে চালকদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। এই মুহূর্তে মৌরিগ্রাম ডিপোতে কমপক্ষে ৩০০ ট্যাঙ্কার আটকে পড়েছে।
এদিকে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিত সেন বলেন, “পুলিশের নতুন নির্দেশের ফলে তারা সমস্যায় পড়েছেন। ট্যাঙ্কারে তেল ওঠা বন্ধ হয়ে যাওয়ার ফলে শনিবার বিকেলের পর থেকে হাওড়া কলকাতা সহ বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলি ড্রাই হতে শুরু করবে। এমনকী কলকাতা এয়ারপোর্টেও তেল সরবরাহ ব্যাহত হতে পারে।” এই ব্যাপারে হাওড়া সিটি পুলিশ কমিশনার এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে তাঁরা বৈঠক করবেন বলেও খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.