ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে আজ শুভেন্দু অধিকারীর সভা। তবে সভার আগেই ব্যাপক উত্তেজনা। সভা বানচালের চেষ্টার অভিযোগে সরব খোদ শুভেন্দু। টুইটে ভিডিও প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও সভা বানচালের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
শনিবার বেলা ১টা নাগাদ ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দু অধিকারীর সভা করার কথা। প্রথমে সভা নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। তবে পরে কলকাতা হাই কোর্টের সভার অনুমতি দেয়। তবে শুক্রবার রাতে শুভেন্দু অধিকারী টুইটে একটি ভিডিও প্রকাশ করেন। তাঁর অভিযোগ, মঞ্চ বাঁধতে ডেকরেটরকে বাধা দেওয়া হয়েছে। আচমকাই রাতে মঞ্চের বাঁশ খুলে নেওয়া হয়। চেয়ারও সরিয়ে নেওয়া হয় বলেই অভিযোগ। সভা বানচালের চেষ্টার নেপথ্যে তৃণমূলের অঙ্গুলিহেলনকেই দায়ী করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। টুইটে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু।
যদিও শুভেন্দুর অভিযোগ মানতে নারজ তৃণমূল। পালটা টুইটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অপদার্থদের কুনাট্য। ডেকরেটরের যদি নিজেদের সমস্যা থাকে, তারা যদি কাজ না করে, তৃণমূল কী করবে? শুভেন্দুরা নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃণমূলের উপর দোষ দিচ্ছে। নিজেরা কাজ করাতে পারবে না, আর টুইটে দোষারোপ অন্যকে। এসব কুনাট্য চলবে না।”
অপদার্থদের কুনাট্য।
ডেকরেটরের যদি নিজেদের সমস্যা থাকে, তারা যদি কাজ না করে, কী করবে? শুভেন্দুরা নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃণমূলের উপর দোষ দিচ্ছে। নিজেরা কাজ করাতে পারবে না, আর টুইটে দোষারোপ অন্যকে। এসব কুনাট্য চলবে না।— Kunal Ghosh (@KunalGhoshAgain)
তৃণমূল সাংসদ শান্তনু সেনের গলাতেও একই সুর। অভিযোগের বিরোধিতায় শুভেন্দু অধিকারীকে পালটা আক্রমণ করেছেন তিনি।
If decorators are not paid or they refuse to work ,then what can do?
May be it is a drama out of fear psychosis knowing fully well that the rally of will be super duper &that of Load shedding LOP will be super flop.
Diamond Harbour with— DR SANTANU SEN (@SantanuSenMP)
দলের রাজ্য আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যও রাজ্যের বিরোধী দলনেতাকে একহাত নিয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদের কাছ থেকে সহযোগিতা চাইতে পারেন বলেই শুভেন্দুকে পরামর্শও দিয়েছেন তিনি।
& if you don’t know, here’s the number for you Mr. Loadshedding: 78877 78877
লজ্জা পাবেন না.. কল করেই ফেলুন 😉
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev)
শনিবার সকালে যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়মতো দুপুর একটা সভামঞ্চ তৈরি করা যাবে কিনা, সেটাই এখন বড় চ্যালেঞ্জ বিজেপির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.