Advertisement
Advertisement
Jhargram

মহিলা দোকানির সঙ্গে অভব্য আচরণ! বাধা দিলে এসআইকে ‘মারধর’, গ্রেপ্তার তৃণমূলের ছাত্রনেতা

ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

TMC student leader arrested allegedly misbehaved with female shopkeeper in Jhargram

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 13, 2025 7:28 pm
  • Updated:August 13, 2025 7:45 pm   

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: মদ্যপ অবস্থায় মেলায় এক মহিলা দোকানির সঙ্গে খারাপ আচরণ! বাধা দেন উপস্থিত পুলিশের এসআই। অভিযোগ তাঁকেও মারধর করেন এক যুবক ও তাঁর দলবল। অভিযুক্ত জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ও তার দলবল! যুবককে গ্রেপ্তারকে করেছে পুলিশ। তৃণমূলকে বিঁধেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের রঘুনাথপুরে।

Advertisement

অভিযুক্ত যুবকের নাম দেবনাথ দে। তিনি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি বলে দাবি স্থানীয়দের। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে শ্রাবনী মেলা চলছে। প্রচুর দোকান, সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে জমজমাট মেলা।

সেখানেই ডিউটি পড়েছিল ঝাড়গ্রাম থানার এসআই শুভেন্দু বেরার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শুভেন্দুবাবু ডিউটি সেরে ফিরছিলেন। সেই সময় তিনি দেখতে পান মেলায় এক মহিলা দোকানির সাথে কিছু মদ্যপ লোকজন অভব্য আচরণ করছেন। এসআই সেই ঘটনার প্রতিবাদ করেন ও তাদের আটকানোর চেষ্টা করেন। অভিযোগ বাধা পেয়ে যুবকের দল শুভেন্দুর উপর চড়াও হয়। গুরুতর জখম হন তিনি। তাঁকে প্রথমে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্রপরিষদের সহ সভাপতি দেবনাথ দেকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তদের খোঁজে তালাশি চালাচ্ছে। ধৃতকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “ডিউটি থেকে ফেরার সময় এসআই শুভেন্দু বেরা দেখতে পান কিছু মদ্যপ ব্যক্তি এক মহিলা দোকানির সঙ্গে আপত্তিজনক ব্যবহার করছেন। সেটা তিনি আটকাতে যান। তখন যুবককের দল এসআইকে মারধর করে। দেবনাথ দে নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় আমরা জানি না। এসআই শুভেন্দু বেরা এখন সুস্থ রয়েছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ