Advertisement
Advertisement
PM Narendra Modi-Kalyan Banerjee

‘দেবদেবীর কাছে পুশব্যাক করা উচিত’, মোদির ‘বায়োলজিক্যাল জন্ম’ নিয়ে কটাক্ষ কল্যাণের

গত বছর এক সাক্ষাৎকারে নিজেকে 'ঈশ্বরের দূত' বলেছিলেন মোদি, সেটাই কল্যাণের আক্রমণের হাতিয়ার।

TMC MP Kalyan Banerjee attacks PM Narendra Modi with strong language regarding his claim on 'biological birth'
Published by: Sucheta Sengupta
  • Posted:July 27, 2025 2:27 pm
  • Updated:July 27, 2025 3:36 pm   

সুমন করাতি, হুগলি: বাংলা ভাষীদের উপর ভিনরাজ্যে অত্যাচার, বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোলের মাঝে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘বায়োলজিক্যাল জন্ম’ নিয়ে মোদির নিজের দাবির কথা উল্লেখ করেই তাঁকে আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ। সোশাল মিডিয়ায় পোস্ট করে কল্যাণের কটাক্ষ, ”উনি নিজেই বলেছেন, ওঁর জন্ম বায়োলজিক্যাল নয়। ঈশ্বরের দূত উনি। যদি তাই হয়, তাহলে তো তিনি কোনও দেশের নাগরিক নন, অতিন্দ্রীয় জগতের বাসিন্দা! তাঁকে তো সেই দেবদেবীর জগতে পুশব্যাক করা উচিত।” 

Advertisement

বিহার নির্বাচনের আগে যেভাবে SIR বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, তা উত্তরোত্তর চিন্তার বিষয় হয়ে উঠছে বলে রবিবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে সাম্প্রতিক ‘বাঙালি হেনস্তা’র প্রসঙ্গ তুলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি একগুচ্ছ প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, ”বাংলার যে বাসিন্দারা বাইরের রাজ্যে থাকেন, তাঁরা কি কোনও অংশে কম বাঙালি? যদি ভোট প্রক্রিয়ায় কেউ অংশ না নেয়, সেটা তার গণতান্ত্রিক অধিকার। তাই বলে কি তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে? আমার প্রাথমিক ঠিকানা দিল্লি। যদি দুয়ারে দুয়ারে সমীক্ষা হয়, তাহলে আমার বাড়িতে আমাকে না পেলে কি প্রমাণ হয় যে আমি নাগরিক নই?”

এরপরই জন্ম নিয়ে প্রধানমন্ত্রী মোদির দাবির কথা উল্লেখ করে কটাক্ষ করেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। গত বছর এক সাক্ষাৎকারে মোদি দাবি করেছিলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।”

এই বক্তব্য হাতিয়ার করেই কল্যাণের খোঁচা, ”নরেন্দ্র মোদি নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সন নয়, স্পিরিচুয়াল সন। কারণ বায়োলজিক্যালি তাঁর জন্ম হয়নি। মা কালীরও বায়োলজিক্যালি জন্ম হয়নি, মা কালী কি ভারতীয় নাগরিক? নাকি শিব ভারতীয় নাগরিক? না শ্রীরাম ভারতীয়? যদি নরেন্দ্র মোদির বায়োলজিক্যাল জন্মই না হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদিও ভারতীয় নাগরিক নন। কী করে ওঁর নাম ভোটার তালিকায় থাকে? তাঁকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ