Advertisement
Advertisement

Breaking News

আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কান কামড়ে ছিঁড়ে নিল দুষ্কৃতীরা

অভিযোগের তির বিজেপির দিকে।

TMC leader attacked during Picnic
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 21, 2019 9:46 am
  • Updated:January 21, 2019 9:46 am  

রাজকুমার, আলিপুরদুয়ার: পরিবারের সঙ্গে পিকনিক করতে গিয়ে আক্রমণের মুখে পড়লেন শাসকদলের এক পঞ্চায়েত সদস্য। তাঁর কান কামড়ে ছিঁড়ে নিল দুষ্কৃতীরা! গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি তিনি। আক্রান্তের অভিযোগ, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই তাঁর উপর হামলা চালিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে।

Advertisement

[৬০০ কর্মীর রাত্রিবাস, আঠাশ কিলোমিটার পদযাত্রা হুগলি সিপিএমের]

আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য করণ কুজুর। রবিবার শহর লাগোয়া নোনাই নদীর তীরে পরিবারের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন তিনি। বিকেলে পিকনিক স্পটেই শাসকদলের ওই পঞ্চায়েত সদস্যের উপর দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। আক্রান্ত করণ কুজুরের দাবি, হামলাকারীরা স্থানীয় ঘোষপাড়া এলাকার বাসিন্দা। সকলেই বিজেপি কর্মী। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে তাঁর উপর হামলা চালানো হয়েছে। শাসকদলের ওই পঞ্চায়েত সদস্যের আরও বক্তব্য, ওই যুবকেরা গাঁজা খাওয়ার জন্য তাঁর কাছে আগুন চেয়েছিল। তিনি দেশলাই দিয়েও ছিলেন। কিন্তু উনুনের আগুনে গাঁজা খেতে চাইছিল হামলাকারীরা। রাজি না হওয়াতেই আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি শাসকদলের পঞ্চায়েত সদস্য করণ কুজুর। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

এদিকে শাসকদলের পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপির আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব। দলের জেলা সম্পাদক জয়ন্ত রায়ের বক্তব্য, ‘আমাদের দলের কোনও গুণ্ডা বা মস্তান নেই। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’ তদন্তে নেমেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

[ নিথর মা’কে জাগিয়ে তোলার চেষ্টা, বেদনার প্রতিচ্ছবি কাটোয়ায়]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement