Advertisement
Advertisement
TMC

খড়্গপুরের প্রবীণ বাম নেতাকে মার, বেবিকে বহিষ্কার করল তৃণমূল

কড়া সিদ্ধান্ত নিল দল।

TMC expels leader who beaten CPM leader in Kharagpur
Published by: Suhrid Das
  • Posted:July 7, 2025 2:10 pm
  • Updated:July 7, 2025 2:34 pm  

অংশুপ্রতিম পাল, খড়্গপুর: সিপিএমের প্রবীণ নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় জুতোপেটা করেছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনায় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের তৃণমূল নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছেন, দলে কোনও নেতা-কর্মীর ‘গুন্ডামি’ বরদাস্ত করা হবে না। কোনও নেতা-কর্মীর এমন ব্যবহারে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। এমন ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না। কঠিন শাস্তির মুখে তাঁকে পড়তে হবে। সেই কথাই বরাবর বার্তা দেওয়া হয়েছে। সেই পথে হেঁটেই বেবি কোলের বিরুদ্ধে তৃণমূল কড়া ব্যবস্থা নিল। বহিষ্কার করা হল তাঁকে।

Advertisement

গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে জুতো দিয়ে মারধর করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত হন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডিওর সত্যতা বিচার করেন সংবাদ প্রতিদিন ডট ইন। ওই ঘটনার পরেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়ে পড়ে। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বেবি কোলেকে শোকজ করেন। তিনদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য তাঁকে বলা হয়।

কিন্তু পাঁচদিন পর বেবি ওই চিঠির জবাব দেন। যদিও সেই চিঠি জেলা সভাপতির কাছে পৌঁছয়নি বলে খবর। বরং রবিবার থেকে সেই চিঠি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেতৃত্বের কাছে চিঠির উত্তর না গিয়ে কীভাবে সোশাল মিডিয়ায় ঘুরতে পারে? সেই প্রশ্ন ওঠে। যদিও বেবির তরফে কোনও মন্তব্য করা হয়নি। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, “আমি বেবি কোলে শর্মার কোনও জবাবি চিঠি পাইনি অফিসিয়ালি। তাই এই মুহূর্তে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আগে শোকজের জবাব পাই, তারপর রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করব।” দল যে গোটা ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তেমনই মনে করেছিল ওয়াকিবহাল মহল। আজ, সোমবার দুপুরে জানা গেল বহিষ্কার করা হয়েছে বেবি কোলেকে।

এদিন মেদিনীপুর শহরে ২১ জুলাই উপলক্ষে প্রস্তুতি করতে গিয়েছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদার। একটি বৈঠকও হয় বলে খবর। তারপরই জানানো হয়, বেবি কোলেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনা জানাজানি হতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও এই বিষয়ে বেবি কোলের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement