ধৃত অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা।
অর্ণব দাস, বারাসত: অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ, হুমকি। বিজেপি নেতা বিশাল জয়শওয়ালকে গ্রেপ্তার করল টিটাগড় থানার পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃত বিশাল অর্জুন সিং ঘনিষ্ঠ, বারাকপুর বিধানসভার বিজেপি কনভেনারও বটে। ফলে তাঁর গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। অর্জুন সিংয়ের দাবি, ”পুলিশ মিথ্যাভাবে বিশালকে গ্রেফতার করেছে।” যদিও বিজেপি এহেন অভিযোগ উড়িয়ে বারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস জানান,”ওরা আন্দোলন করতে গিয়ে পুলিশের গায়ে হাত তুলেছে। পুলিশকে উদ্দেশ্য করেছে গালিগালাজ করেছে। সেই কারণেই গ্রেপ্তার”।
বারাকপুর পুরসভা এলাকায় একাধিক রাস্তা খারাপ। আর এই অভিযোগে গত ১৪ আগস্ট পথ অবরোধের ডাক দেয় বিজেপি। আর তা তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। সেই সময় পুলিশকে লক্ষ্য করে অকথ্য ভাষায় ধৃত বিজেপি নেতা বিশাল জয়শওয়াল গালিগালাজ করেন বলে অভিযোগ। এমনকী হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আর এরপরেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশের কাজে হস্তক্ষেপ সহ একাধিক ধারায় মামলা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে অর্জুন ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, আজ রবিবার তাঁকে বারাকপুর আদালতে তুলবে টিটাগড় থানার পুলিশ।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস বলেন, ”আমি যতদূর শুনেছি ওরা আন্দোলন করতে গিয়ে পুলিশের গায়ে হাত তুলেছে। পুলিশকে উদ্দেশ্য করেই গালিগালাজ করেছে। তাই সম্ভবত পুলিশ নিজে থেকেই মামলা করে। সেই পরিপ্রেক্ষিতেই বিশাল গ্রেপ্তার হয়ে থাকতে পারে।” অন্যদিকে বারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, ”পুলিশ মিথ্যেভাবে বিশাল গ্রেফতার করেছে।” এই প্রসঙ্গে শাসকদল তৃণমূলকে একহাত নেন বিজেপি নেতা। তাঁর দাবি, ”তৃণমূলের নেতা কর্মীরা যখন পুলিশকে গালিগালাজ করে সেই সময় নিষ্ক্রিয় থাকে। তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.