Advertisement
Advertisement
Howrah

বাড়ি থাকলেও ছিল না নম্বর, এবার হাওড়ার ‘ঠিকানাহীন’ কয়েক হাজার বাসিন্দা পাচ্ছেন স্থায়ী ঠিকানা

৫০ বছর পর পাওয়া যাবে বাড়ির নম্বর।

Thousands of 'addressless' residents of Howrah get permanent addresses
Published by: Suhrid Das
  • Posted:August 23, 2025 7:10 pm
  • Updated:August 23, 2025 7:11 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: শহর তথা হাওড়া পুরসভা এলাকার ৬টি ওয়ার্ডের অনেক বাসিন্দার এতদিন বাড়ির কোনও হোল্ডিং নম্বর বা ঠিকানা ছিল না। রাস্তা ও এলাকার নাম লিখে এই ৬টি ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা এতদিন তাঁদের ঠিকানা লিখতেন। বাড়ি বা ফ্ল্যাটের হোল্ডিং নম্বর দিতে পারতেন না। এবার প্রায় ৫০ বছর পর পুজোর আগে হাওড়া পুরসভার উদ্যোগে এই ৬টি ওয়ার্ডের বাসিন্দারা তাঁদের বাড়ির হোল্ডিং নম্বর বা ঠিকানা পেতে চলেছেন।

Advertisement

হাওড়া পুরসভার ৫০টির মধ্যে এই ৬টি ওয়ার্ড পুরসভার সংযুক্ত এলাকার মধ্যে পড়ে। এই ৬টি ওয়ার্ড হল ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলি দাশনগরের একাংশ, বালিটিকুরি, কোনা, জগাছার একাংশ, ধাড়সা এলাকার মধ্যে রয়েছে। হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিপূর্বেই ৫০ নম্বর ওয়ার্ডে এই হোল্ডিং নম্বর দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং নম্বরের জন্য ফর্ম দিচ্ছেন। সেই ফর্ম পূরণ করার পর নানা পদ্ধতির মধ্যে দিয়ে পুরসভার তরফে বাড়িগুলিকে হোল্ডিং নম্বর বা ঠিকানা দেওয়া হবে। একে একে সব বাসিন্দারাই তাঁদের বাড়ির হোল্ডিং নম্বর বা ঠিকানা পেয়ে যাবেন।

আপাতত ৫০ নম্বর ওয়ার্ডে এই কাজ শুরু হয়ে গিয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে বাকি ৫টি ওয়ার্ডের বাড়ির হোল্ডিং নম্বর দিয়ে ওই এলাকার বাসিন্দাদের বাড়ির ঠিকানা দেওয়া হবে। পুজোর আগেই এই কাজ শেষ করা হবে বলে দাবি হাওড়া পুরসভার। বাড়ির নম্বর বা ঠিকানা না থাকার জন্য এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর নানা সমস্যায় পড়েছেন। বাড়ির নম্বর বা ঠিকানা হলে এবার এই এলাকার বাসিন্দাদের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশাবাদী হাওড়া পুরসভার কর্তারা। সংযুক্ত এলাকা কোনার এক বাসিন্দা অভিষেক দাস বলেন, “এতদিন আমাদের বাড়ির কোনও হোল্ডিং নম্বর বা ঠিকানা ছিল না। ফলে আমাদের খুব অসুবিধা হত। বিভিন্ন ক্ষেত্রে আমরা সমস্যায় পড়েছি। কারণ প্রায় সবক্ষেত্রেই বাড়ির হোল্ডিং নম্বর বা ঠিকানা দিতে হয় আমরা এতদিন তা দিতে পারিনি। রাস্তার নাম বলে চালাতে হয়েছে। এতে আমাদের অনেক সমস্যা হয়েছে। বাড়ি খুঁজতে গিয়েও অনেকে অনেক সমস্যায় পড়েছেন।”

এই প্রসঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, “প্রায় ৪৫ থেকে ৫০ বছর কেটে গেলেও হাওড়া পুরসভার সংযুক্ত এলাকার বাসিন্দাদের বাড়ির হোল্ডিং নম্বর বা ঠিকানা দেওয়ার উদ্যোগ এতদিন কেউ নেননি। ফলে এই এলাকার বাসিন্দারা এতদিন নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। হাওড়া পুরসভার বর্তমান প্রশাসকমণ্ডলী এই ওয়ার্ডগুলির বাসিন্দাদের বাড়ির হোল্ডিং নম্বর বা ঠিকানা দেওয়ার উদ্যোগ নিলে। ফলে সংযুক্ত এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।” প্রসঙ্গত, সংযুক্ত এলাকায় হোল্ডিং নম্বর বা বাড়ির ঠিকানা দেওয়ার জন্য বর্তমান প্রশাসকমণ্ডলী ওই এলাকায় নানা উন্নয়নমূলক কাজ করেছে। সংযুক্ত এলাকার উন্নয়ন অর্থাৎ রাস্তাঘাট, আলো, জঞ্জাল সাফাইয়ের জন্য আলাদাভাবে বাজেট বরাদ্দ করেছে বর্তমানে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ