জোর কদমে চলছে কাজ।
সঞ্জিত ঘোষ, নদিয়া: গতবছর যখন অন্য পুজোমণ্ডপে ছিল আলোর রোশনাই, অন্ধকারে ঢেকে ছিল নদিয়ার কামালপুরের দুর্গাপুজো মণ্ডপ। পুজোই করা যায়নি। মাথার চুল কামিয়ে প্রায়শ্চিত্ত করেছিলেন গ্রামবাসী। প্রতিজ্ঞা ছিল নতুন রূপে আসার। মনের কষ্ট গ্লানি ভুলে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন রূপে ফিরে আসছেন তাঁরা। এবারেও আর্কষণ সবচেয়ে বড় দুর্গা।
নদিয়ার ধানতলা থানার অন্তর্গত কামালপুর অভিযান সংঘ। গতবার ১১২ ফুট উচ্চতার প্রতিমা গড়ে চমক দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে বন্ধ হয়ে যায় পুজো। জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে, প্রশাসনের কথা বলে আবারও বড় দুর্গা ঠাকুর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃষ্টিকে উপেক্ষা করে পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগে থেকেই নেওয়া হয়েছে প্রশাসনের অনুমতি। এমনটাই দাবি ক্লাব কর্তৃপক্ষের। তবে এবারের প্রতিমার উচ্চতা কত হবে তা জানানো হয়নি। তবে তা সবচেয়ে বড় দুর্গার রেকর্ড তৈরি করবে বলেই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। উদ্যোক্তা সুজয় বিশ্বাস বলেন, “এই দুর্গা পূজো আমাদের গ্রামের আবেগের প্রতীক। এ বছর দুর্গা মাকে নতুনভাবে সাজানো হচ্ছে, থাকছে প্রতিমার গায়ে নানা চমকও।”
তিনি আরও জানান, প্রশাসনকে সঙ্গে নিয়ে আলোচনার মধ্য দিয়ে এবছর পুজো প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩০ জুন খুঁটি পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই মাটি ও ফাইভার দিয়ে কামালপুর গ্রামে ৫ বিঘা জায়গার উপর মণ্ডপ তৈরি করে প্রতিমা নির্মাণে কাজ কাজ শুরু হয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, গত বছর ৪৬ জন শিল্পী ছোঁয়ায় তৈরি হয়েছিল প্রতিমা। তবে এবছর দেরিতে কাজ শুরু হয়েছে। তাই আরও বেশি শিল্পীর ছোঁয়ায় ফুটে উঠতে চলেছে অভিযান সংঘের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। দত্তপুকুর, কৃষ্ণনগনরের মৃৎ শিল্পীরা রাতদিন এক করে গড়ে তুলছেন সব চেয়ে বড় দুর্গা প্রতিমা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.