রাজকুমার, আলিপুরদুয়ার: পুজোর মুখে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান। বোনাস বিবাদের জেরে বন্ধ হল ডুয়ার্সের কোহিনুর চাবাগান। রাতারাতি কাজ হারিয়ে সংকটে বাগানের প্রায় ৯০০ চা শ্রমিক। শুক্রবারই চা বাগান ছেড়ে যাওয়ার নোটিস দেয় মালিকপক্ষ। আজ, শনিবার সকাল থেকে কাজ বন্ধ এই চাবাগানে।
কী কারণে বন্ধ হল এই চা বাগান? মূলত বোনাস নিয়ে বিবাদের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মালিক কর্তৃপক্ষ। তারা জেলা প্রশাসন ও ভিন্ন শ্রমিক ইউনিয়নকে চিঠি দিয়ে মালিক পক্ষ জানিয়ে তারা বাগান ছেড়ে চলে যাচ্ছেন। তারা আরও জানিয়েছেন, কর্তৃপক্ষ ৮.৩৩ শতাংশ হারে পুজোর বোনাস দিতে চেয়েছিলেন। কিন্তু শ্রমিকরা ওই হারে বোনাস নিতে অস্বীকার করেন। ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার দাবি তুলতে থাকেন শ্রমিকরা। প্রতিবাদে তাঁরা বৃহস্পতিবার অবরোধ করে। প্রায় চারঘণ্টা কাজ বন্ধ রাখেন। তারপরই নোটিস দিয়ে কারখানা বন্ধ করে চলে যান মালিক কর্তৃপক্ষ। যার ফলে রাতারাতি কর্মহীন ৯০০ শ্রমিক।
একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তিনি বলেন, ” দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গজুড়ে আন্দোলনে নামবে বিজেপি। তৃণমূল নেতা জয়প্রকাশ টোপ্পো বলেন, “বোনাস ইস্যুতে শ্রমদপ্তরকে হস্তক্ষেপ করার কথা বলেছি। অনেক মালিক কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দিতে অস্বীকার করেছেন। পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলে আশাবাদী।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.