Advertisement
Advertisement
Duars

ডুয়ার্সে ফের বন্ধ চা বাগান, কাজ হারালেন ৬৩৬ জন শ্রমিক

এদিন শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল বাগান কর্তৃপক্ষের।

Tea gardens closed again in Duars

কাজ হারিয়ে অসহায় শ্রমিকরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 23, 2025 4:21 pm
  • Updated:June 23, 2025 4:21 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: আরও একটি চা বাগান বন্ধ হয়ে গেল ডুয়ার্সে। বাগান কর্তৃপক্ষ আচমকাই এই সিদ্ধান্ত নিয়েছেন। কাজ হারিয়ে মাথায় হাত শ্রমিকদের। কীভাবে সংসার চলবে? তাই নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। বিষয়টি নিয়ে শ্রমিক সংগঠনের মধ্যেও চর্চা শুরু হয়েছে।

Advertisement

আলিপুরদুয়ারের ডুয়ার্সের জয়বীরপাড়া চা বাগান এলাকায় পরিচিত নাম। বাগানে মোট ৬৩৬ জন শ্রমিক চা পাতা তোলার কাজ করেন। আজ, সোমবার বেতন দেওয়ার কথা ছিল বাগান কর্তৃপক্ষের। বেতন পাওয়া যাবে সেই আশায় কাজে যোগ দেওয়া জন্য গিয়েছিলেন চা শ্রমিকরা। কিন্তু দেখা যায়, বাগানের দরজা বন্ধ। মূল দরযার বাইরে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। লকআউট নোটিশ ঝুলিয়ে কর্তৃপক্ষ চলে গিয়েছে বলে খবর।

বাগান বন্ধের কথা শুনে অসহায় হয়ে পড়েছেন শ্রমিকরা। পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। তাঁদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কোনও সুযোগ-সুবিধা দিত না। কেবল শ্রমিকদের বেতন দেওয়া হত। সেই বেতনও না দিয়ে বাগান বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হল। কীভাবে এরপর সংসার চলবে? সামনে বর্ষাকাল। কী পরিস্থিতি তৈরি হবে? তাই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে।

ঘটনার কথা শুনে এদিন বাগানে যান আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এদিন সাংসদ জানান, একের পর চা বাগান বন্ধ হচ্ছে। আর এই বন্ধ চা বাগান নিয়ে বিজেপির শ্রমিক সংগঠন বিটিডাব্লূইউ পক্ষ বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। চা বাগান বন্ধের বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতা উত্তম সাহা বলেন, “আজ বাগানের সমস্যা নিয়ে শ্রম দপ্তর বৈঠক ডেকেছিল। কিন্ত বৈঠকের আগেই মালিকপক্ষ বাগান বন্ধ করে চলে গেল।”

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ