Advertisement
Advertisement
Sundarban

১১ ঘণ্টা হিমশীতল জলে সাঁতরে ইংলিশ চ‌্যানেল জয় সুন্দরবনের রবীনের, ম্যানগ্রোভ রক্ষার বার্তা

প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিয়েছেন তিনি।

Sundarbans resident Robin wins English Channel

ইংলিশ চ্যানেল জয়ের পরে জাতীয় পতাকা হাতে রবীন।

Published by: Suhrid Das
  • Posted:June 20, 2025 2:27 pm
  • Updated:June 20, 2025 2:27 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: অদম্য জেদ, একাগ্রতা, ইচ্ছাশক্তি, সেইসঙ্গে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা। সেসব সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবীন বলদে। প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জল, বিশাল ঢেউ এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের বিরুদ্ধে লড়াই করে শেষপর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসাবে পরিচিত। শুধু চ‌্যালেঞ্জিং চ‌্যানেল জয় করাই নয়, সেখানে সুন্দরবনের ম‌্যানগ্রোভ অরণ‌্য রক্ষার বার্তাও তিনি তুলে ধরেছেন গোটা বিশ্বের কাছে।

Advertisement

সকাল থেকে শুরু করে টানা সাঁতরে রবীন বলদে অতিক্রম করেন প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই জলপথ। বিশেষজ্ঞদের মতে, ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষাই নয়, এটি মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রকৃত মাপকাঠি। এই অসাধারণ সাফল্যের জন্য রবীনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন, প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব। রবীনের পরিবার থেকে শুরু করে স্থানীয়রাও ব‌্যাপক উচ্ছ্বসিত। বাদাবন রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা প্রসারের চেষ্টাও করেছেন তিনি।

অসাধ‌্যসাধন করার পর রবীন জানালেন, ‘‘ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দীর্ঘদিনের। বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম। শুধু নিজের জন্য নয়, বাংলার জন্য, দেশের জন্য লড়েছি। এই সাফল্য সমগ্র দেশবাসীকে উৎসর্গ করতে চাই। কারণ মানুষের ভালোবাসা না থাকলে এমন সাফল্য কখনওই সম্ভব নয়।’’ রবীনের সাফল্যকে অনুপ্রেরণা হিসাবে দেখছেন বহু প্রতিভাবান তরুণ ক্রীড়াপ্রেমী। পিছিয়ে পড়া প্রত‌্যন্ত সুন্দরবন থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়া এখনও বিরল! সেখানে রবীনের এহেন সাফল‌্য আক্ষরিক অর্থেই কার্যত উজ্জীবিত করে তুলেছে সকলকে। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সঁাতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে রবীনের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement