সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই তল্লাশি এবং জেরার মাঝে দু’টি মোবাইল পানাপুকুরে ছুঁড়ে ফেলে দেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। কেন এই কাজ করলেন বিধায়ক, তার কারণ নিয়ে ইঙ্গিতবাহী টুইট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তাঁর টুইটে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
সুকান্ত মজুমদার টুইটে লেখেন, “তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে সিবিআই। মেধাবী এসএসসি পড়ুয়াদের কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলার দায়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে। জেরার মাঝে মোবাইল পুকুরে ফেলে দিয়েছেন। কাকে আড়াল করার চেষ্টা করছেন? ভাইপোকে?”
TMC MLA Jibankrishna Saha has been arrested by the CBI. He is accused for playing foul with the careers of meritorious SSC aspirants. But, during the interrogation, he threw both his mobile phones in a pond. Whom is he trying to shield? Bhaipo?
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP)
এই টুইট নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর আলোচনা। যদিও সুকান্তর টুইটকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, সুকান্তদের এই ধরনের মন্তব্য করার আগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারির দাবি জানানো প্রয়োজন। তারপরই বিজেপি রাজ্য সভাপতির এই ধরনের টুইট করা উচিত।
উল্লেখ্য, ৬৬ ঘণ্টা টানা তল্লাশির পর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলটি উদ্ধার করে সিবিআই। ওই মোবাইলেই ৭০ শতাংশ তথ্য লুকিয়ে রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। মোবাইলের ফরেনসিক পরীক্ষায় কোন তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.