সুমন করাতি, হুগলি: পরীক্ষায় না বসার আর্জিতে দীর্ঘ আন্দোলনেও লাভ হয়নি। রবিবার ৯ বছর পর রাজ্যে এসএসসি পরীক্ষা হল। পরীক্ষা দিলেন সুপ্রিম রায়ে চাকরিহারারাও। পরীক্ষা দিলেও আক্ষেপ কাটছে না ‘যোগ্য’দের। চাকরিহারার সুমন বিশ্বাস হল থেকে বেরিয়েই বললেন, “প্রশ্ন সহজই ছিল। কিন্তু এতবছর পরীক্ষা নিয়েছি। এতদিন পর আবার পরীক্ষা দিতে হল।”
২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সু্প্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। রায় ঘোষণার পরই স্বচ্ছভাবে ফের পরীক্ষার আয়োজনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই থেকেই যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশের দাবিতে চলে আন্দোলন। পাশাপাশি ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান তাঁরা। সম্প্রতি অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন চাকরিহারাদের একাংশ। তাঁদের তরফে সুমন বিশ্বাস বিধানসভায় এনিয়ে আলোচনার আর্জিও জানান। কিন্তু লাভ হয়নি।
অবশেষে রবিবার পরীক্ষায় বসতেই হল সুমনদের। পরীক্ষা শেষে তিনি বলেন, “যে পরীক্ষায় আমাদের ইনভিজিলেটর থাকার কথা, সেখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। যারা চাকরি চুরি করল তাঁদের বাছাই না করে যোগ্য শিক্ষকদের পরীক্ষা দিতে হল, এটাই বেদনার। আগামী দিনে আন্দোলন আরও দৃঢ় হবে, কেবলমাত্র পরীক্ষার দিনগুলি যাওয়ার পর আমরা যোগ্য চাকরিহারা শিক্ষকরা আবার পথে নামব।” ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সুমন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.