অভিষেক চৌধুরী, কালনা: এক মাস হল বিয়ে হয়েছে। তাই হাতের নোয়া খোলা যাবে না। রবিবার এসএসসি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষার ‘সিস্টেম’ শুনে নিজের সিদ্ধান্ত জানিয়ে পরীক্ষা না দিয়েই ফিরলেন এক তরুণী। তাঁর এক বন্ধুও তাঁর সঙ্গে পরীক্ষা দিতে গিয়েছিলেন। দুজনেই একই কথা শুনে বেঁকে বসেন। তর্কাতর্কি হয় পরীক্ষাকেন্দ্রের কর্মীদের সঙ্গে। শেষে বন্ধু মেনে নিলেও ওই তরুণী বলে দেন, পরীক্ষা না দিতে পারি দেব না, কিন্তু হাতের নোয়া খুলব না। রবিবার এমন ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের কালনার একটি পরীক্ষাকেন্দ্র।
শিক্ষা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটি এখানকার ‘সিস্টেম’ বলে ভেবে কেউ ভ্রান্ত হবেন না। যে কোনও সর্বভারতীয় পরীক্ষার এটাই নিয়ম। পরীক্ষা হলে ঢোকার আগে ধাতব কোনও বস্তু সঙ্গে রাখা যায় না। পুরুষদের ক্ষেত্রেও বেল্টে লোহার অংশ থাকায় তা খুলে ফেলতে বলা হয়েছে। রবিবার ছিল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কালনার হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয় এসএসসির একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সিট পড়েছিল ওই তরুণীর।
পরীক্ষাকেন্দ্রে পৌঁছলে বাকিদের সঙ্গেই তাঁকে জানানো হয়, কোনও গ্যাজেট বা ধাতব কোনও কিছু সঙ্গে নিয়ে হলে ঢুকতে পারবেন না কেউ। সঙ্গী-সহ ওই তরুণী তাতে রাজি না হওয়ায় দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তরুণীর বান্ধবী শেষ পর্যন্ত রাজি হলেও তিনি জানিয়ে দেন হাতের নোয়া তিনি খুলবেন না। তাঁর সাফ কথা, “নতুন বিয়ে হয়েছে। হাতের নোয়া খুলব না। সধবা মেয়ে আমি। হাতের নোয়া কেন খুলব? এতে পরীক্ষা না দিতে হয়, দেব না।” সঙ্গে আরও বলেন, “নতুন যাঁরা বিবাহিত, তাঁদের যদি বলেন লোহা খুলতে… অসম্ভব ব্যাপার। আমাকে লোহা খুলতে বলেছেন। আমি বলেছি, খুলব না। বেরিয়ে চলে এসেছি।”
ওই তরুণী তাঁর শ্বশুরের সঙ্গে ছিলেন। শ্বশুরের বক্তব্য, “আমার বউমা পরীক্ষা দিতে এসেছিল। এখানে নাকি সিস্টেম! বলছে পরীক্ষা দিতে যাওয়ার সময় মেয়েদের হাতে কোনও চুড়ি থাকবে না। হাতের নোয়া পর্যন্ত খুলে ফেলতে হবে! একজন সদ্য বিবাহিত সধবা মেয়ে হাতের নোয়া খুলবে কীভাবে? তাই সে খোলেনি।” স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যদিও জানিয়েছেন, এমন কোনও অভিযোগ তাঁদের কাছে আসেনি। তবে ‘সিস্টেম’ নিয়ে প্রশ্ন ওঠায় তাঁরা জানিয়েছেন, শুধু নোয়া খুলতে বলা হয়েছিল, কারণ সেটি ধাতব। শাঁখা-পলা খুলতে বলা হয়নি কাউকে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এ নিয়ে বলেন, “নিয়োগবিধির বিজ্ঞপ্তিতেই এই সমস্ত নির্দেশিকা দিয়ে দেওয়া ছিল। কী কী নিয়ে ঢোকা যাবে এবং কী কী নেওয়া যাবে না, সে বিষয়ে পরীক্ষার বিজ্ঞপ্তিতেও নির্দেশ দেওয়া ছিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.