Advertisement
Advertisement
Kalchini

সংসারে টাকা দেওয়া নিয়ে অশান্তি! বাবার হাতে ‘খুন’ ছেলে

পুলিশ অভিযুক্ত বাবা মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করেছে।

Son murdered by father in Kalchini

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:September 12, 2025 3:08 pm
  • Updated:September 12, 2025 3:08 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: সংসারে টাকা দেওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে বিবাদ! সেই বিবাদের সময় ধারালো ছুরি দিয়ে ছেলেকে ‘খুন’ করল ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। মৃত যুবকের নাম দিওয়াশ কাশ্যপ। পুলিশ অভিযুক্ত বাবা মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করেছে।

Advertisement

কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকায় ওই পরিবারের বাস। বাবা ও ছেলে দু’জনেই শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত। সংসারে টাকা না দেওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে মাঝেমধ্যেই বিবাদ দেখা দিত বলে খবর। ছেলে সংসারে টালা দেয় না বলে অভিযোগ ছিল বাবার। সেই নিয়ে গতকাল, বৃহস্পতিবার রাতে ফের বাবা-ছেলের মধ্যে বিবাদ শুরু হয়। রাত ১১টা নাগাদ সেই বচসা তুমুল পর্যায়ে ওঠে বলে অভিযোগ।

সেসময় বাবা মঙ্গল কাশ্যপ ছেলের বুকে ছারালো ছুরি বসিয়ে দেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পরে দিওয়াশ কাশ্যপকে উদ্ধার করে স্থানীয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় কালচিনি থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ, শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। ধৃতকে এদিন আদালতে তোলা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ