Advertisement
Advertisement
স্নিফার ডগ

২ মাসের ট্রেনিংয়ে কেল্লাফতে! গরুমারায় বাইসনের খুনিদের ধরিয়ে দিয়েছে অরল্যান্ডো

স্নিফার ডগ অরল্যান্ডোর বয়স ১৯ মাস।

Sniffer dog orlando bison flesh Gorumara National Park
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 21, 2020 5:32 pm
  • Updated:August 21, 2020 5:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের গরুমারা জঙ্গলে বাইসন হত্যা ও মাংস রান্না করে খাওয়ার বিষয়টি কারও অজানা নয়। ইতিমধ্যেই সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্যে এসেছে আরও এক তথ্য। জানা গিয়েছে, মাত্র ২ মাসের ট্রেনিংয়েই অভিযুক্তকে ধরিয়ে দিয়েছে স্নিফার ডগ অরল্যান্ডো। এভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় স্বাভাবিকভাবেই সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে সে।

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার। ওইদিন রাতে গরুমারা জঙ্গল লাগোয়া টিলাবাড়ি এলাকার কয়েকজন বাসিন্দা গরুমারায় একটি বাইসন হত্যা করে তার মাংস রান্না করে খেয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবারই সেই এলাকায় হানা দেয় বনদপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিল অরল্যান্ডো। জানা গিয়েছে, ওই স্নিফার ডগটিই গন্ধ শুঁকে একটি বাড়ি থেকে রান্না করা বাইসনের মাংস খুঁজে বের করে। এরপরই সেই বাড়ির গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করাতে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও জন্মেজয় পাল বলেন, “অরল্যান্ডো প্রথমে গন্ধ শুঁকে একজনের বাড়ি থেকে বাইসেনর মাংসের হদিশ দেয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনের বাড়ি থেকে মাংস উদ্ধার করা হয়।”

[আরও পড়ুন: বোলপুরের তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, পুলিশের জালে বিধায়ক মনিরুল ইসলামের দাদা]

অরল্যান্ডোর এই কীর্তিতে খুশি বনদপ্তর। গরুমারা জাতীয় উদ্যানে ৫০ টির বেশি একশৃঙ্গ গন্ডার, হাতি, বাইসন-সহ আরও নানা প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সেগুলির লোভে বারবার জঙ্গলে হানা দেয় চোরাশিকারীরা। সেই কারণে প্রাণীদের সুরক্ষা দিতে জুন মাসে আনা হয় বেলজিয়ান ম্যালনিয় প্রজাতির ওই কুকুরটিকে। বৃহস্পতিবারই প্রথম কর্মক্ষেত্রে নামানো হয় তাকে। প্রথম দিনেই বাজিমাত করল সে।

[আরও পড়ুন: করোনার মাঝে স্ক্রাব টাইফাসের থাবা, দু’দিনে আক্রান্ত অন্তত ৯ জন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ