Advertisement
Advertisement
Garia

চায়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে বেহুঁশ! তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার

ধৃতকে এদিন আদালতে তোলা হয়।

Shopkeeper arrested for physically abusing young woman

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 11, 2025 6:08 pm
  • Updated:June 11, 2025 6:08 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: চায়ের সঙ্গে কিছু মিশিয়ে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টা এক তরুণীকে। চাঞ্চল্যকর ঘটনাটি নরেন্দ্রপুর থানার গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।

Advertisement

জানা গিয়েছে, স্টেশন এলাকার কাছেই কয়লাপট্টি এলাকায় ওই ব্যক্তির চায়ের দোকান আছে। প্রায়শই ওই দোকানে চা খেতে যেতেন ওই তরুণী। সেই সূত্রে দু’জনের মধ্যে পরিচয়ও ছিল। গতকাল মঙ্গলবার রাতে ওই দোকানে চা খেতে গিয়েছিলেন ওই তরুণী। তাঁর স্বামী ভিনরাজ্যে কর্মরত। গতরাতে ওই দোকানির মাধ্যমে অনলাইনে স্বামীকে টাকা পাঠাতেও চেয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, এর মধ্যেই ওই দোকানি তাঁকে চা খেতে দেন। সেই চা খাওয়ার পরেই বেহুঁশ হয়ে পড়েন। অভিযোগ, সেই সুযোগেই ওই তরুণীকে দোকানি দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

জ্ঞান ফিরে আসায় কোনওরকমে ওই তরুণী দোকান থেকে পালিয়ে যান। এরপরেই তিনি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই দোকান থেকে ফোন-সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। আজ, বুধবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীকে কোনওভাবে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই ওই তরুণী কিছু সময়ের মধ্যে বেহুঁশ হয়ে গিয়েছিলেন।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ