Advertisement
Advertisement
Brahmapur

চিকিৎসকের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মেয়ের যৌন নির্যাতন! বহরমপুরে গ্রেপ্তার দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী

আজ তাকে আদালতে পেশ করা হয়েছে।

Security guard arrested for assaulting minor girl in Brahmapur

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 20, 2025 12:00 pm
  • Updated:July 20, 2025 12:00 pm   

কল্যাণ চন্দ্র, বহরমপুর: চিকিৎসকের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মেয়ের যৌন নির্যাতন! গ্রেপ্তার আবাসনের নিরাপত্তা কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। অভিযুক্তকে আদালতে পেশ করেছে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হয়েছে।

Advertisement

বহরমপুরের স্বর্ণময়ী রোডে একটি বিলাসবহুল আবাসনে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। নির্যাতিতা এক চিকিৎসকের কন্যা। ওই চিকিৎসকের অভিযোগ, নিরাপত্তারক্ষী আবাসনে দীর্ঘদিন ধরে চাকরি করেন। সেই সূত্রে, শনিবার রাতে অভিযুক্ত নিরাপত্তারক্ষী নাবালিকাকে আবাসনের ছাদের বাগানে নিয়ে যান। উপর থেকে এলাকা দেখতে সুন্দর লাগে এই বলে নাবালিকা নিয়ে গিয়ে তার উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ।

শনিবার রাতে নাবালিকার অভিভাবক অভিযোগ করেন তাঁর নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করেছেন তাঁর ফ্ল্যাটেরই নিরাপত্তারক্ষী। অভিযোগ পেয়ে গতকাল গভীর রাতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালালায়। পুলিশের দাবি, তাঁদের দেখেই টোটো করে পালিয়ে যাচ্ছিল ওই নিরাপত্তারক্ষী। তাকে পাকড়াও করে বহরমপুর থানায় নিয়ে আসেন তদন্তকারীরা। বিএনএস ৬৫ (১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ