Advertisement
Advertisement
Santanu Banerjee

‘দোষ প্রমাণিত হয়নি’, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েই তৃণমূলে ফিরতে মরিয়া হুগলির শান্তনু

অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করেছেন শান্তনু।

Santanu Banerjee wants to return TMC
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 3, 2025 12:53 pm
  • Updated:April 3, 2025 1:09 pm  

সুমন করাতি, হুগলি: ‘দোষ প্রমাণিত হয়নি’, এই যুক্তিতেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত শান্তনু বন্দ্য়োপাধ্যায়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন তিনি। কিন্তু দল কি আবার সুযোগ দেবে শান্তনুকে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

বছর দুয়েক আগে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় হুগলির শান্তনু বন্দ্য়োপাধ্যায়কে। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর গত ২০ মার্চ জেলমুক্তি হয়েছে তাঁর। ২ বছর পর বুধবার সন্ধ্যায় হুগলি জেলা পরিষদে যান শান্তনু। জেলা পরিষদে প্রবেশ করার সময় শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় তাঁর। করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন দুজন। এরপর তিনি দায়িত্বে থাকাকালীন যে কাজ শুরু হলেও এতদিনে শেষ হয়নি তা নিয়ে কথা বলেন শান্তনু। এদিনই তৃণমূলে ফেরার ইচ্ছেপ্রকাশ করেন তিনি।

এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অভিযুক্ত। এখনও আমার বিরুদ্ধে দোষ প্রমাণ হয়নি। অনেকে আমার মতো অভিযুক্ত। তাঁরা দলে থাকতে পারলে আমি কেন পারব না?” এরপরই শান্তনু জানান তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আবেদন করবেন। দলে ফেরার আবেদন যেমন থাকবে পাশাপাশি অভিষেককে কয়েকটি বিষয় জানানোর আছে বলে জানান তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement