Advertisement
Advertisement
Sagardighi Winner Welfare Trust

২০০ ফুট তেরঙ্গা নিয়ে পদযাত্রা, ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার গান

স্বাধীনতা দিবসে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের একাধিক কর্মসূচি পালন।

Sagardighi Winner Welfare Trust held multiple programs on Independence Day
Published by: Buddhadeb Halder
  • Posted:August 15, 2025 5:40 pm
  • Updated:August 18, 2025 2:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৯তম স্বাধীনতা দিবসে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও মডেল স্কুল আয়োজন করল এক দীর্ঘ পদযাত্রা। ২০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল হন অগণিত মানুষ। এদিন পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তা দিতে ট্রাস্টের পক্ষ থেকে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের এক অভিনব উদ্যোগে এদিন আয়োজন করা হয় রক্তদান শিবিরের। রক্তদান অনুষ্ঠানে সমাজে সম্প্রীতির বার্তা দিতে বিকেল বেলায় একইসাথে রক্তদান করেন পুরোহিত ও মাওলানা। সকল ধর্মই মানুষকে ভালোবাসতে শেখায় আর সেটা আবারও প্রমাণ করে দিল এদিনের এই কর্মসূচি।

স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে মানবতার অন্যতম পাঠ চোখে পড়ে অনুষ্ঠানের শেষাংশে। সাগরদিঘীর এক যুবকের দুটি কিডনি বিকল। তার চিকিৎসার জন্য এদিন ট্রাস্টের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ছেলেটির পরিবারের হাতে। স্বাধীনতা দিবসে সব মিলিয়ে এ ছিল যেন এক সামাজিক কর্মসূচির মেলা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ