Advertisement
Advertisement
Samik Bhattacharya

শমীক ভট্টাচার্য হাফ ম্যাড! তীব্র কটাক্ষ রাজ্যসভার বিজেপি সাংসদের

হঠাৎ কেন এই কটাক্ষ?

RS BJP MP criticized Samik Bhattacharya
Published by: Paramita Paul
  • Posted:July 5, 2025 5:56 pm
  • Updated:July 5, 2025 5:56 pm   

শংকরকুমার রায়, রায়গঞ্জ: শমীক ভট্টাচার্য হাফ ম্যাড! বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন দলেরই রাজ্যসভার সাংসদ তথা ‘উত্তরবঙ্গ’কে আলাদা রাজ্য গঠনের দাবিতে সরব অনন্ত মহারাজ।

Advertisement

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির সাংসদ কার্তিকচন্দ্র পালের বাড়ির এলাকায় শুক্রবার সন্ধ্যায় এসে দলের নয়া রাজ্য সভাপতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এমনই মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ বিধানসভা ভোটের মুখে নতুন করে বির্তক উস্কে দিলেন গেরুয়া শিবিরের অন্দরে। কালিয়াগঞ্জের বরুণা পঞ্চায়েতের গোয়ালগাঁও ময়দানে সভা করতে এসে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন,” উত্তরবঙ্গ আলাদা রাজ্যের আন্দোলন করতে গিয়ে আমাকে শমীক ভট্টাচার্য অসুস্থ বলেছিলেন। কিন্তু এতদিন অপেক্ষার পর এমন এক ব্যক্তিকে রাজ্য সভাপতি পদের দায়িত্বে আনা হল,যিনি হাফ ম্যাড। ফলে বিধানসভায় কোনও পরিবর্তন হবে না।”

রাজ্যসভায় গ্রেটার কোচবিহার ঘোষণার দাবি জানিয়েছিলেন অনন্ত মহারাজ। তিনি জানান, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন চায় বাংলা থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি হোক। গত ২০১৫ থেকে এই দাবিতে সংগঠন এককাট্টা বলেও দাবি অনন্তর। তাঁর মতে, স্বাধীনতার পর থেকে কোচবিহারের মানুষের উন্নয়নে তেমন কোনও কাজ হয়নি। পরিবর্তে বঞ্চনার শিকার কোচবিহারবাসী। সে কারণেই পৃথক রাজ্যের দাবি। এই নিয়ে নাকি ‘শাহী’ দরবারেও তিনি গিয়েছেন বলেই খবর। অনন্তর দাবি, কেন্দ্রের তরফ থেকে মৌখিক আশ্বাসও পেয়েছেন। কিন্তু শমীক দাবি করেছিলেন, বিজেপি পৃথক রাজ্যের দাবিকে মান্যতা দেয় না। তখন থেকেই দুই নেতার মধ্যে বিরোধিতার সূত্রপাত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ