Advertisement
Advertisement
Kalyani

সরকারি স্কুলে কর্মী ঘাটতি মেটাবে ‘সানন্দা’! তবে ইনি কোনও মানুষ নন, তাহলে…

যন্ত্রমানব রোবট 'সানন্দা'কে নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক থেকে পড়ুয়া সবাই।

Robot called Sananda will work in this school of Kalyani
Published by: Kousik Sinha
  • Posted:September 22, 2025 5:43 pm
  • Updated:September 22, 2025 5:43 pm   

সুবীর দাস, কল্যাণী: সরকারি স্কুলে কর্মী ঘাটতি মেটাবে এবার ‘সানন্দা’! ইনি কোনও রক্ত মাংসে গড়া মানুষ নন, ইনি একজন ‘যন্ত্রমানব’। এক কথায় রোবট। কল্যাণীর অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পান্নালাল ইনস্টিটিউশন। সেখানেই যন্ত্রমানব রোবট ‘সানন্দা’কে আনা হয়েছে। এবার থেকে সেই স্কুলের দৈনন্দিন সমস্ত কাজ সামলাবে। আর তাকে নিয়েই এখন উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষিকারা। খুশি পড়ুয়ারাও। সরকারি সরকারি স্কুলে এমন আধুনিকতার ছোঁয়া দেওয়ায় খুশি অভিভাবকরাও।

Advertisement

পান্নালাল ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক শুভদীপ্ত দাস বলেন, ”সানন্দা’ নামের এই মানবরূপী রোবট রাজ্যের সরকারি স্কুলে সম্ভবত প্রথমবারের মতো ব্যবহৃত হতে চলেছে। এমনকী বেসরকারি স্কুলেও এমন উদ্যোগ নেই”। তাঁর কথায়, ”স্কুলে গ্রুপ ডি দু’জন কর্মী রয়েছেন। একজন অনুপস্থিত থাকলে সমস্যা হয়। সেক্ষেত্রে যন্ত্রমানবকে দিয়ে স্কুলের দৈনন্দিন কাজ সেরে নেওয়া সম্ভব হবে।” সহকারি প্রধান শিক্ষকের কথায়, এই রোবটকে দিয়ে শিক্ষকদের কাছে কাগজ পাঠানো হবে। এমনকী পড়ুয়াদের কাছে কোনও বার্তা পাঠানোর হলেও এই রোবটক ব্যবহার করা হবে। মুলত একজন শিক্ষাকর্মীর কাজই করবে এই রোবট। তবে এই রোবট কখনই কোনও কর্মীর বিকল্প নয় বলেই দাবি শুভদীপ্ত দাসের।

কিন্তু কীভাবে কাজ করবে এই ‘সানন্দা’? সহকারি প্রধান শিক্ষক জানিয়েছেন, ”এই রোবট পরিচালনা করতে একটি ট্র্যাক থাকবে। সেই ট্র্যাক ধরে যেখানে যেতে বলা হবে সেখানে পৌঁছে যাবে।” শুধু তাই নয়, রোবটে রয়েছে টাচ স্ক্রিন। কাজ করে দেওয়ার পাশাপাশি অডিও বার্তা দেওয়ারও ক্ষমতা রয়েছে সানন্দার।

শুধু তাই নয়, স্কুলে তৈরি করা হয়েছে দুটি ডিজিটাল ক্লাসরুমও। জানা গিয়েছে, এক প্রাক্তন ছাত্র নিজের উদ্যোগ ও আর্থিক সহায়তায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে স্কুলে তৈরি করিয়েছেন এই দুটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম। সেই সঙ্গে বসানো হয়েছে একটি ৫৫ ইঞ্চি টিভি স্ক্রিন, একটি ডিজিটাল জেনারেটরও। এই তালিকায় রয়েছে রোবট ‘সানন্দা’ও। পান্নালাল ইনস্টিটিউশনের এই উদ্যোগ এক নতুন নজির বলেই বাখ্যা শিক্ষকমহলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ