Advertisement
Advertisement
Road Accident

খড়দহে বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর,পথ অবরোধ করে বিক্ষোভ উত্তেজিত জনতার

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা

road accident at khardah bt road north 24 parganas
Published by: Kousik Sinha
  • Posted:August 26, 2025 3:45 pm
  • Updated:August 26, 2025 4:16 pm  

অর্ণব দাস, বারাকপুর: খড়দহে বিটি রোডে স্কুল বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর। ঘটনায় গুরুতর আহত আরও ২। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল খড়দহ টাটা গেট সংলগ্ন বিটি রোডে। প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। ভাঙচুর চলে ঘাতক বাসটিতে। এমনকী দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। ছুটে আসেন বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। অন্যদিকে পথ অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় বিটি রোডে। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার দুপুরে খড়দহ টাটা গেট সংলগ্ন বিটি রোডে রাস্তা সাইকেল নিয়ে পার হচ্ছিল বাবলু সাউ নামে এক ব্যক্তি। সেই সময় খড়দহ থেকে টিটাগরের দিকে একটি স্কুল বাস অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসে। স্থানীয় মানুষজনের অভিযোগ, সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় দ্রুত গতিতে স্কুলবাসটিকে ধাক্কা মারে সাইকেল আরোহী সহ-দু’জনকে। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহী বাবলু সাউয়ের। আহত দু’জনকে গুরুতর অবস্থায় স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। এরপরেই উত্তেজিত জনতা বাসটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। করা হয় পথ অবরোধও।

খবর পেয়ে ছুটে আসে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, অন্যতম ব্যস্ততম রাস্তা বিটি রোড। আর সেখানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নেই। যদিও পুলিশের আশ্বাসে দীর্ঘক্ষণ পর ওঠে অবরোধ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement