Advertisement
Advertisement
Uluberia

সবজির দোকানের আড়ালে রেশনের চাল, আটা বিক্রি! উলুবেড়িয়ায় হাতেনাতে গ্রেপ্তার ‘উত্তম’

ঘটনার গভীরে পৌঁছতে দফায় দফায় ধৃত উত্তমকে জেরা করছে পুলিশ।

Ration product sold behind vegetable shop in uluberia
Published by: Kousik Sinha
  • Posted:September 14, 2025 8:43 pm
  • Updated:September 14, 2025 9:06 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: সবজির দোকানের আড়ালে রেশনে দেওয়া চাল এবং আটা বেআইনিভাবে কিনে তা বিক্রি করার অভিযোগ। হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম উত্তম দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত উত্তম হুগলির চন্ডিপুরের বাসিন্দা। কিন্তু বড়গাছিয়া স্টেশন রোডের পাশেই তাঁর দোকানে। আর সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির আড়ালে চলত রেশনের চাল-আটা বিক্রি। যদিও ধৃতের দাবি, লোকের বিক্রি করে দেওয়া রেশনের পণ্য তিনি কিনতেন। কিন্তু তা কেনাও অপরাধ বলছেন প্রশাসনের আধিকারিকরা। ঘটনার গভীরে পৌঁছতে দফায় দফায় ধৃত উত্তমকে জেরা করছে পুলিশ।

Advertisement

ধৃতের দোকানে ৩০ বস্তা চাল আটা রাখা রয়েছে! গোপন সূত্রে এই খবর পান জগৎবল্লভপুর থানার পুলিশ আধিকারিকরা। এরপরেই সেই দোকানে হানা দেন তদন্তকারীরা। কিন্তু দোকানে ঢুকতেই একেবারে তাজ্জব হয়ে যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, দোকানের সামনে সুন্দর করে সাজানো শাক সবজি। হঠাৎ করে দেখলে মনে হবেই যে, দোকানটি কোনও তরি তরকারি, আনাজপত্রের দোকান! এখানেই শেষ নয়, কিছুটা এগোলেই রয়েছে কয়লার গুঁড়ো থেকে গুল তৈরি করার কারখানা। আর সেখানেই সাজানো রেশনের চাল আটা।

পুলিশের দাবি, কারখানার ভেতরেই বস্তায় রাখা হতো বেআইনিভাবে কেনা আটা এবং চাল। এদিন সেখানেই রাখা একটি গাড়ি থেকে ৩০ বস্তা চাল আটক করে পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত উত্তমকেও। ঘটনার পরেই গুদামটি সম্পূর্ণ সিল করে দেয় পুলিশ। যদিও উত্তম দাসের দাবি, সে কোনও কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নয়।

তাঁর কথায়, ”লোকেরা রেশন নেওয়ার পর তা তাঁর কাছে বিক্রি করে দিতেন। আর এইভাবে বাজেয়াপ্ত হওয়া সেই আটা কিনেছেন।” যদিও প্রশাসনের বক্তব্য, রেশনের আটা এভাবে কেনাও অপরাধ। পুলিশ জানিয়েছে, ”অভিযুক্তের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। তিনি লোকেদের কাছ থেকে আটা চাল কিনতেন নাকি রেশন ডিলারের কাছ থেকে তা কেনেন সেটা দেখা হচ্ছে।” এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement