সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: “মানুষ খুনে যুক্ত পুলিশদের আগামিদিনে চাকরি করতে হবে না”, এবার দুর্গাপুরের সভা থেকে ফের উর্দিধারীদের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে বললেন, “মুখ্যমন্ত্রী গুন্ডাদের দিয়েও আমাদের রুখতে পারবে না।” পাশাপাশি দৃঢ় কন্ঠে কর্মীদের আশ্বাস দিলেন, একুশে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবেই।
জেপি নাড্ডা (JP Nadda) আসার আগে রাঢ়বঙ্গের ৭ টি জেলাকে নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরে বৈঠক করেন বিজেপির নেতারা। সেখানে ছিলেন বিজেপি নেতা শিবপ্রকাশ ও রাজু বন্দ্যোপাধ্যায়, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বর্ধমান সদর, বর্ধমান, বীরভূম ও আসানসোলের সভাপতিরা। সেই সভা থেকেই রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন, “মুখ্যমন্ত্রী গুন্ডা দিয়ে আমাদের রুখতে পারবে না। একশ্রেণির পুলিশ মানুষকে খুন করছে। পুলিশ মানুষ খেকো হয়ে গিয়েছে। ধরে ধরে সমস্ত ঘটনার তদন্ত হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের আর আগামিদিনে চাকরি করতে হবে না।” দৃঢ় কন্ঠে তিনি বলেন, “২০২১ সালে আমরাই আসছি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিতে চাইছে। তাই বাইরে থেকে খুনি, গুন্ডা বাংলায় এনে বিজেপিকে থামাতে চাইছে তৃণমূল।”
এরপরই শাসকদলকে কটাক্ষ করে রাজু বন্দোপাধ্যায় বলেন, ” জঙ্গলমহলে হেরেছে তৃণমূল। তাই ছত্রধর মাহাতোকে এনেছে। উত্তরবঙ্গে হেরেছে। তাই দেশদ্রোহীতার অভিযোগ-সহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও গুরুংকে এনেছে। তৃণমূলকে সমর্থন করলে সাতখুন মাফ।” সব মিলিয়ে এদিনও বিজেপি নেতার নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল।
ছবি: উদয়ন গুহরায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.