Advertisement
Advertisement
Asansol

দিল্লির দুর্ঘটনা থেকে শিক্ষা, কুম্ভযাত্রীদের ভিড় সামলাতে সতর্কতা আসানসোলে, রেলযাত্রায় সুরক্ষাবৃদ্ধি

রেলের তরফে দাবি করা হয়েছে, ১৪ দফা সতর্কতা নেওয়া হয়েছে।

Rail security beefed up in Asansol after Delhi stampede
Published by: Suhrid Das
  • Posted:February 18, 2025 11:00 am
  • Updated:February 18, 2025 11:00 am   

শেখর চন্দ্র, আসানসোল: কুম্ভগামী স্পেশাল ট্রেনে উঠতে রবিবার তীব্র বিশৃঙ্খলা দেখা গিয়েছিল আসানসোল রেল স্টেশনে। যাত্রীদের মধ্যে তীব্র হুড়োহুড়ি দেখা যায়। সেদিন বড় অঘটন এড়ানো গিয়েছে বলে মনে করেছিল ওয়াকিবহাল মহল। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক আসানসোল রেল ডিভিশন। আজ মঙ্গলবার ফের স্পেশাল ট্রেন ছাড়ছে। তার আগে একাধিক পদক্ষেপ করেছে রেল। যাত্রীদের উদ্দেশ্যেও দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা।

Advertisement

আজ মঙ্গলবার আসানসোল-টুন্ডলা প্রয়াগরাজ স্পেশাল ট্রেন ছাড়বে। বেলা ১১ টায় সেই ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু সময় বদলে এদিন সেই ট্রেন ছাড়বে দুপুর দেড়টায়। সোমবার আসানসোল স্টেশন চত্বর পরিদর্শন করেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। স্টেশনে নিরাপত্তারক্ষীরা ঘন ঘন মাইকিং করে যাত্রীদের আশ্বস্ত করছেন। যাত্রীদের কোনও অসুবিধা যাতে না হয়, সেই দিকেও নজর রাখা হয়েছে।

আসানসোল রেল ডিভিশনের এডিআরএম প্রবীণকুমার প্রেম জানান, প্রয়াগরাজ যাওয়ার জন্য আগামী ১৮ ও ২১ তারিখ বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আরও তিনটি সাপ্তাহিক ট্রেন ২০, ২২ ও ২৩ তারিখ ছাড়বে। এছাড়াও রেলমন্ত্রককে অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ করা হয়েছে। রেলমন্ত্রক সেই অনুরোধে সাড়া দেবে বলে আশা করছেন তিনি। যাত্রীদের হুড়োহুড়ি আটকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্টেশনের বাইরে করা হচ্ছে হোল্ড জোন বা প্রতীক্ষালয়। তৈরি করা হচ্ছে কিউ ব্যারিয়ার। অস্থায়ী আঁকা-বাঁকা লাইন দিয়ে যেতে হবে অসংরক্ষিত কামরার যাত্রীদের। আগামী ২৬ তারিখ পর্যন্ত থাকবে এই হোল্ড জোন। পর্যাপ্ত পানীয় জলের পাশাপাশি যাত্রীদের বসার জন্য মাথার উপরে অস্থায়ী সেড নির্মাণ করা হবে। স্টেশনের বাইরে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত রেলের সুরক্ষাকর্মীও থাকছে।

রেলের তরফে দাবি করা হয়েছে, ১৪ দফা সতর্কতা নেওয়া হয়েছে। ডিআরএম জানান, অসংরক্ষিত টিকিটের যাত্রীদের বিক্ষিপ্তভাবে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া আর হবে না। সিদ্ধান্ত হয়েছে, আসানসোল থেকে প্রয়াগরাজগামী সব ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ওই প্ল্যাটফর্ম যাওয়ার জন্য কোনও সেতু, এক্সেলেটর ব্যবহারের প্রয়োজন নেই। আসানসোল রেলের আধিকারিক চেতনানন্দ সিং বলেন, “যে সব ট্রেন হাওড়া হয়ে আসানসোলের উপর দিয়ে প্রয়াগরাজ যাচ্ছে, সেগুলিতে কোনও সমস্যা নেই। কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে না। শুধু আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে যে ট্রেন রওনা হচ্ছে, সেগুলোতেই বিশৃঙ্খলা হচ্ছে।” আগামী ২৬ তারিখ পর্যন্ত এরকম বিশেষ পাঁচটি ট্রেন রয়েছে। সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ