Advertisement
Advertisement
Debra

কর্তব্যে গাফিলতির অভিযোগ, সদ্যোজাতের মৃত্যুতে ডেবরায় হাসপাতালে বিক্ষোভ

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Protests at Debra Hospital over the death of a newborn

হাসপাতালের বাইরে পুত্রের মৃত্যুশোকে ভেঙে পড়েছেন বাবা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:January 18, 2025 5:33 pm
  • Updated:January 18, 2025 5:33 pm   

অংশুপ্রতিম পাল, খড়্গপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘বিষাক্ত’ স্যালাইন ব্যবহার নিয়ে বিতর্ক তুঙ্গে। এক প্রসূতি মারা গিয়েছেন। বাকি চারজন প্রসূতি এখনও হাসপাতালে ভর্তি। সেই আবহে এবার সদ্যোজাতের মৃত্যুর ঘটনা সামনে এল। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এক বেসরকারি হাসপাতালে ওই ঘটনা ঘটেছে। হাসপাতালের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তানসম্ভবা মিতা জানা পোড়িয়া ১৪ তারিখ ডেবরার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৫ তারিখ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেদিন ওই পুত্রসন্তান সুস্থ ছিল বলেই জানা গিয়েছে। তবে পরদিন থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। খাওয়া বন্ধ করে দেয়। সেই বিষয়টি নার্স, ডাক্তারদের জানানো হয়েছিল। কিন্ত তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

পরের দিন শিশুটি স্তন্যপান করে। শিশুটি সুস্থ আছে বলে মনে করেছিলেন পরিবারের সদস্যরা। আজ শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ ওই শিশুটি মারা যায়। পরে পরিবারের কাছে সেই মৃত্যুর খবর পৌঁছয়। ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকজন হাসপাতালে হাজির হয়ে বিক্ষোভ দেখান। কর্তব্যে গাফিলতির অভিযোগ করেছেন মৃত শিশুর বাবা সন্দীপ পোড়িয়া। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। হাসপাতালে বিক্ষোভের জন্য এদিন সাময়িক উত্তেজনা ছড়ায়। ডেবরা থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডেবরা ব্লক স্বাস্থ্য আধিকারিক শুচিস্মিতা মণ্ডল জানিয়েছেন, এরকম কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

অতি সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান প্রসূতি মামণি রুইদাস। আরও চার প্রসূতিও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। চিকিঠসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলায় এবার শিশুমৃত্যুর ঘটনা সামনে এল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ