বারাসতের বাসিন্দা ওই বৃদ্ধা। নিজস্ব চিত্র
অর্ণব দাস, বারাসত: থানার ‘বড়বাবু’ পরিচয় দিয়ে বৃদ্ধার সোনার গয়না নিয়ে চম্পট! শুধু তাই নয়, বৃদ্ধাকে কাগজে মুড়িয়ে ইমিটেশনের গয়না ও ইটের টুকরোও দেওয়া হল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। কালীপুজোর আগেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারাসত থানায় ইতিমধ্যেই এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
জানা গিয়েছে, বারাসতের ৩০ নম্বর ওয়ার্ডে থাকেন ওই বৃদ্ধা। বাড়ি থেকে কিছু দূরেই ব্যস্ত যশোর রোড। গতকাল, মঙ্গলবার বছর আটাত্তরের ওই বৃদ্ধা পাড়ার মুদি দোকান থেকে কিছু জিনিস নিয়ে ফিরছিলেন। তখনই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বৃদ্ধাকে রাস্তায় দাঁড় করান। এক ব্যক্তির খোঁজ করেন প্রথমে। বৃদ্ধা গলায় সোনার চেন ও হাতে সোনার বালা পরেছিলেন। কথার ফাঁকেই সেদিকে নজর গিয়েছিল ওই ব্যক্তির। নিজেকে থানার বড়বাবু পরিচয় দিয়ে কেন পুজোর সময় সোনার গয়না পরে রাস্তায় বেরিয়েছেন, সেই প্রশ্ন বৃদ্ধাকে করেন তিনি। এরপর একপ্রকার জোর করে রাস্তাতেই ওই বৃদ্ধার গয়না খোলানো হয়।
বৃদ্ধা প্রথমে গয়না খুলতে রাজি হননি। সেসময় রাস্তা দিয়ে এক যুবক গলায় হার পরে যাচ্ছিলেন। ওই যুবকের গলার হারও খুলিয়ে কাগজে মুড়িয়ে পকেটে রাখানো হয়। এরপর আর বৃদ্ধা বড়বাবু পরিচয় দেওয়া ওই ব্যক্তির কথা ফেলতে পারেননি। গলার চেন ও হাতের বালা বৃদ্ধা খুলে দিয়েছিলেন। ওই ব্যক্তি খামবন্দি করে সেগুলি ফেরত দেন! কিছু সময় পরে ওই বৃদ্ধা খাম খুলতেই দেখা যায় সোনার চেন, বালা নেই! তার বদলে খামের ভিতরে রয়েছে ইমিটেশনের বালা ও কয়েকটি ইটের টুকরো! প্রতারিত হয়েছেন, সেকথা বুঝতে অসুবিধা হয়নি বৃদ্ধার। প্রায় ৩৬ গ্রাম সোনার গয়না হাতসাফাই হয়েছে বলে বৃদ্ধার দাবি। বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.